পানাগড় ও বাঁকুড়া, 24 ডিসেম্বর: গোপীনাথ মাকুড়ের কফিনবন্দি দেহ শনিবার পানাগড় সেনা ছাউনি (Panagarh Army Camp)-র হাসপাতালে রাখা হবে ৷ সেখান থেকে রবিবার সকালে নিয়ে যাওয়া হবে বাঁকুড়ার বিষ্ণুপুরে তাঁর বসত বাড়ি ভালুকা গ্রামে ৷ শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে সেনার গাড়ি দুর্ঘটনায় 16 জন জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয় ৷ নিহত জওয়ানদের মধ্যে একজন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা গোপীনাথ মাকুড় ৷
এদিন বাগডোগরা থেকে সেনাবাহিনীর চপারে পানাগড় বায়ুসেনাঘাঁটিতে বিকেল 4টে 30 মিনিটে এসে পৌঁছয় সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ (Jawan Gopinath Makur Body Reached in Panagarh) ৷ 5 টার সময় দুর্ঘটনায় নিহত জওয়ানের দেহ বার করে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ছাউনিতে ৷ জানা গিয়েছে, আজ রাতে পানাগড় সেনা হাসপাতালে রাখা হবে দেহ বলে । বায়ু সেনাছাউনির বাইরে বিজেপি কর্মীরা তেরঙা ফুল দিয়ে তাঁকে সম্মান জানায় ৷
শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে খাদে পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৷ সেই পথ দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় সেনার গাড়ি ৷ ঘটনায় 16 জন জওয়ানেরই মৃত্যু হয় ৷ এমনকি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেতেও যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷ নিহত ওই 16 জন জওয়ানের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা সেনা জওয়ান গোপীনাথ মাকুড় ৷ তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকোস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম ৷
পরিবার সূত্রে খবর, 2001 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গোপীনাথ মাকুড় ৷ 21 বছর ধরে সেনাবাহিনীর কাজে নিজেকে নিয়োজিত করে ছিলেন ৷ আর মাত্র 1 বছর তাঁর সেনায় কাজ ছিল ৷ কিন্তু, শুক্রবার বিকেলেই গোপীনাথের মৃত্যুর খবর পৌঁছয় তাঁর ভালুকা গ্রামের বাড়িতে ৷ তারপর থেকেই শোকোস্তব্ধ পুরো পরিবার এবং গ্রামবাসীরা ৷ তাঁর পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী এবং 11 বছরের ছেলে ৷ চলতি বছরের অগস্ট মাসে দু’দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন গোপীনাথ ৷ বেশ কয়েকবছর আগে পরিবারের সদস্যদের জানিয়ে ছিলেন, স্বেচ্ছা অবসর নিয়ে বাঁকুড়া শহরে বাড়ি বানাবেন ৷ সেখানে পরিবার নিয়ে থাকবেন ৷
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র
সেই মতো বাঁকুড়া শহরে সেই বাড়ি তৈরির কাজ শেষ পর্যায়েও চলে এসছিল ৷ গোপীনাথ মাকুড় ছুটিতে এসে পরিবারকে জানিয়ে ছিলেন, পরেরবার এসে গৃহ প্রবেশের পুজো দেবে সকলকে নিয়ে ৷ কিন্তু, তাঁর আগেই সবকিছু শেষ ৷ রবিবার সকালে গোপীনাথ মাকুড়ের কফিনবন্দি দেহ ভালুকা গ্রামে পৌঁছবে ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে নিহত জওয়ানের ৷