ETV Bharat / state

ভোটের কাজে এসে বাঁকুড়ায় আত্মঘাতী জওয়ান - jawan

আজ দুপুরে স্টেট আর্মড পুলিশের (SAP) এক জওয়ান আত্মঘাতী হলেন । ঘটনাটি বাঁকুড়ার মেজিয়ার ভুলুই গ্রামে । নির্বাচনের জন্য সেখানে মোতায়েন ছিলেন তিনি ।

জওয়ান
author img

By

Published : May 8, 2019, 9:08 PM IST

বাঁকুড়া, 8 মে : বাঁকুড়ার মেজিয়ায় নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক স্টেট আর্মড পুলিশের (SAP) জওয়ান । মৃতের নাম বিক্রম লামা । বাড়ি মেঘালয় । আজ দুপুরে ঘটনাটি ঘটে মেজিয়ার ভুলুই শশীশেখর রায় বিদ্যাপীঠে । নির্বাচনের জন্য দিন দুই আগে SAP-এর 6 নম্বর ব্যাটেলিয়নের প্রায় দেড়শো জন জওয়ান মেজিয়ার ভুলুই গ্রামে আসেন । সেখানেই আজ নিজের বন্দুক থেকে পেটে দুটি গুলি চালায় বিক্রম লামা নামের ওই জওয়ান । মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বাঁকুড়া, 8 মে : বাঁকুড়ার মেজিয়ায় নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক স্টেট আর্মড পুলিশের (SAP) জওয়ান । মৃতের নাম বিক্রম লামা । বাড়ি মেঘালয় । আজ দুপুরে ঘটনাটি ঘটে মেজিয়ার ভুলুই শশীশেখর রায় বিদ্যাপীঠে । নির্বাচনের জন্য দিন দুই আগে SAP-এর 6 নম্বর ব্যাটেলিয়নের প্রায় দেড়শো জন জওয়ান মেজিয়ার ভুলুই গ্রামে আসেন । সেখানেই আজ নিজের বন্দুক থেকে পেটে দুটি গুলি চালায় বিক্রম লামা নামের ওই জওয়ান । মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Intro:বাঁকুড়ার মেজিয়ায় নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক আইআরবি জওয়ান।Body:বাঁ কুড়ার মেজিয়ায় গুলি চালিয়ে আত্মঘাতী হল এক আই আর বি জওয়ান। মৃত জওয়ানের নাম বিক্রম লামা। আজ দুপুরে ঘটনাটি ঘটে মেজিয়ার ভুলুই শশীশেখর রায় বিদ্যাপিঠে। স্থানীয় সুত্রে জানা গেছে নির্বাচনের জন্য দিন দুই আগে আই আর বি ৬ ব্যাটেলিয়ানের প্রায় দেড়শো জন জওয়ান মেজিয়ার ভুলুই গ্রামে আসে। সেখানেই আজ নিজের বন্দুক থেকে পেটে দুটি গুলি চালায় বিক্রম লামা নামের ওই জওয়ান। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়।Conclusion:মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.