বাঁকুড়া, 8 মে : বাঁকুড়ার মেজিয়ায় নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক স্টেট আর্মড পুলিশের (SAP) জওয়ান । মৃতের নাম বিক্রম লামা । বাড়ি মেঘালয় । আজ দুপুরে ঘটনাটি ঘটে মেজিয়ার ভুলুই শশীশেখর রায় বিদ্যাপীঠে । নির্বাচনের জন্য দিন দুই আগে SAP-এর 6 নম্বর ব্যাটেলিয়নের প্রায় দেড়শো জন জওয়ান মেজিয়ার ভুলুই গ্রামে আসেন । সেখানেই আজ নিজের বন্দুক থেকে পেটে দুটি গুলি চালায় বিক্রম লামা নামের ওই জওয়ান । মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান ।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।