বাঁকুড়া,9 জুলাই : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসক কোরোনায় আক্রান্ত ৷ আক্রান্ত ওই চিকিৎসককে ভরতি করা হয়েছে ওন্দা কোভিড হাসপাতালে। ইন্টার্নের সংস্পর্শে আসা নার্স ও চিকিৎসা কর্মীদের কোয়ারানটিনে পাঠানো হল । রাজস্থানের বাসিন্দা ওই ইন্টার্ন গত এক সপ্তাহ ধরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ফিমেল মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে ওই চিকিৎসক কোন কোন রোগীদের সংস্পর্শে এসেছেন তার তালিকা তৈরি করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। আক্রান্ত চিকিৎসক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে B C রায় হোস্টেলে থাকতেন। তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং রুমমেট মিলিয়ে আটজনের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় ৷ যার মধ্যে ইতিমধ্যেই চারজনের কোনও সংক্রমণ নেই বলে জানা গিয়েছে।
ওই চিকিৎসা কর্মী গতকাল হঠাৎ অসুস্থতা বোধ করলে তার সোয়াব নমুনা পরীক্ষা করা হয়। সন্ধ্যে নাগাদ জানা যায় তিনি কোরোনা আক্রান্ত হয়েছেন। এরপর তাকে পাঠানো হয় কোরোনা হাসপাতালে।
এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের একটি বিশেষ বৈঠক হয়েছে আজ। আরও 50 থেকে 60 জনের সোয়াব নমুনা পরীক্ষা করার সম্ভাবনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আক্রান্তের কোনও ভ্রমণ ইতিহাস নেই গত পাঁচ মাস ধরে। এই অবস্থায় কিভাবে তিনি আক্রান্ত হলেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ICMR এর নির্দেশিকা মোতাবেক পদক্ষেপ নিচ্ছি। আক্রান্তের সংস্পর্শে আসা সহকর্মীদের নমুনার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। আক্রান্ত ইন্টার্নকে গতকাল রাত্রি বেলায় জেলার ওন্দা কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।