বাঁকুড়া, 22 মার্চ : জনতা কারফিউয়ে দেখা মিলল না শহরের গতিশীল জনজীবন ৷ কোরোনার বিরুদ্ধে লড়াই করতে পূর্ণ সমর্থন জানালেন বাঁকুড়াবাসী । প্রয়োজনে মেয়াদ বাড়ালেও সমর্থন থাকবে তাঁদের ।
মূলত রবিবার দিন হলেও বাঁকুড়া শহরে ফুটপাথ দখল করে বিশেষ সেলের বাজার বসে । যে কোনও রকম রাজনৈতিক বনধ-ধর্মঘট হলেও কিছু কিছু দোকানপাট শহরজুড়ে খোলা থাকে । তবে আজ জনতা কারফিউয়ে ভালো সাড়া দিলেন বাঁকুড়ার বাসিন্দারা ।
বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা । দিনভর শুনশান চেহারা । শুধুমাত্র কিছু জরুরি কাজে বেরোনো দুই-একজন শহরবাসী ছাড়া দেখা মিলল না কারও । সমস্ত দোকানপাট বন্ধ, বন্ধ পেট্রোল পাম্পও । নজরে পড়ল অদ্ভুত ছবি । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ই-কর্নার কাউন্টারে থাকে নিরাপত্তারক্ষী । কিন্তু আজ একদিকে যেমন কাউন্টার জনহীন, তেমনি নেই কোনও নিরাপত্তারক্ষীও ।
কোরোনা সংক্রমণ রুখতে যদি আগামী দিনে জনতা কারফিউয়ের মতো আরও পদক্ষেপ নেয় সরকার, তাহলে তাতেও তাঁদের কোনো আপত্তি নেই, জানালেন বাঁকুড়ার বাসিন্দারা ।