ETV Bharat / state

বাঁকুড়ায় শুরু হল হকারদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ

author img

By

Published : May 13, 2021, 1:52 PM IST

বাঁকুড়ায় 1100 জন তালিকাভুক্ত হকারদের প্রথম ডোজ়ের টিকাকরণ কর্মসূচি শুরু হল ৷ বাঁকুড়ার পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল জানিয়েছেন, 18 থেকে 45 বছর বয়সীদের ও 45 এর ঊর্ধ্বে যাঁরা, তাঁদের সবাইকেই দফায় দফায় করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে ৷

বাঁকুড়ায় শুরু হল হকারদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ
বাঁকুড়ায় শুরু হল হকারদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ

বাঁকুড়া , 13 মে : হু হু করে রাজ্য বাড়ছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে আজ রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়ার বিভিন্ন ব্লক থেকে শুরু করে পৌরসভা এলাকায় হকারদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া শুরু হল।

মুখ্যমন্ত্রী 11 মে ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হকারদের বিনামূল্যে করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে ৷ সেইমতো বাঁকুড়ায় শুরু হয়েছে টিকাকরণ ৷ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই মিলবে টিকার প্রথম ডোজ় ৷ রাজ্য সরকারের এই উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন হকাররা ৷ রাজ্য সরকার যে তাঁদের মতো খেটে খাওয়া মেহেনতি মানুষের কথা চিন্তা করেছেন তাতে তাঁরা খুশী।

বাঁকুড়ায় শুরু হল হকারদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ

এদিন বাঁকুড়া পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল বলেন, "18 থেকে 45 বছর বয়সীদের ও 45 এর ঊর্ধ্বে যাঁরা, তাঁদের সবাইকেই দফায় দফায় করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে বাঁকুড়ায় হকারদের টিকাকরণ কর্মসূচি শুরু হল ৷ জেলায় মোট 1100 জন তালিকাভুক্ত হকারদের করোনার প্রথম ডোজ়ে দেওয়া হবে ৷"

আরও পড়ুন :ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

বাঁকুড়া , 13 মে : হু হু করে রাজ্য বাড়ছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে আজ রাজ্য সরকারের উদ্যোগে বাঁকুড়ার বিভিন্ন ব্লক থেকে শুরু করে পৌরসভা এলাকায় হকারদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া শুরু হল।

মুখ্যমন্ত্রী 11 মে ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হকারদের বিনামূল্যে করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে ৷ সেইমতো বাঁকুড়ায় শুরু হয়েছে টিকাকরণ ৷ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই মিলবে টিকার প্রথম ডোজ় ৷ রাজ্য সরকারের এই উদ্যােগকে সাধুবাদ জানিয়েছেন হকাররা ৷ রাজ্য সরকার যে তাঁদের মতো খেটে খাওয়া মেহেনতি মানুষের কথা চিন্তা করেছেন তাতে তাঁরা খুশী।

বাঁকুড়ায় শুরু হল হকারদের করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ

এদিন বাঁকুড়া পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল বলেন, "18 থেকে 45 বছর বয়সীদের ও 45 এর ঊর্ধ্বে যাঁরা, তাঁদের সবাইকেই দফায় দফায় করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে বাঁকুড়ায় হকারদের টিকাকরণ কর্মসূচি শুরু হল ৷ জেলায় মোট 1100 জন তালিকাভুক্ত হকারদের করোনার প্রথম ডোজ়ে দেওয়া হবে ৷"

আরও পড়ুন :ফের বিহারে গঙ্গার ঘাটে ভেসে এল 8টি দেহ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.