ETV Bharat / state

মুকুটমণিপুরে চালু হচ্ছে হোমস্টে - Home-stay Mukutmanipur

বাঁকুড়ার মুকুটমণিপুরে চালু হতে চলেছে হোমস্টে । পর্যটকদের খরচ বাঁচাতেই এই উদ্যোগ । পাশাপাশি আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের নতুন পথ খুঁজে পাবে ।

image
হোমস্টে
author img

By

Published : Dec 12, 2019, 3:08 PM IST

মুকুটমণিপুর, 12 ডিসেম্বর : রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির অন্যতম মুকুটমণিপুর । পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুম থেকে চালু হচ্ছে হোমস্টে ।

বাঁকুড়ার মুকুটমণিপুর । পর্যটকদের আকর্ষণ করে এর প্রাকৃতিক সৌন্দর্য । তাই শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা যায় এখানে । কিন্তু থাকা-খাওয়ার খরচ অত্যন্ত বেশি । তাই ইচ্ছা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বড় হোটেলে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করা সম্ভব হয় না ৷ তাই তাঁদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে ব্যবস্থা করা হচ্ছে হোমস্টে-র ।

দেখুন ভিডিয়ো

পরীক্ষামূলক ভাবে এবছর পাঁচটি বাড়ি চিহ্নিত করা হয়েছে । এখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে । পাশাপাশি আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ হতে পারবেন পর্যটকরা । এছাড়া ঘরোয়া পরিবেশে পছন্দ মতো খাবারের স্বাদও নিতে পারবেন । থাকবে আদিবাসী নাচ দেখার সুযোগও ।

image
আদিবাসী নৃত্য

ইতিমধ্যেই চিহ্নিত বাড়িগুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে । প্রশাসনের এই উদ্যোগ রোজগারের নতুন দিশা দেখাচ্ছে স্থানীয় আদিবাসী পরিবারগুলিকে । প্রশাসনের এই উদ্যোগ একদিকে যেমন পর্যটকদের খরচ বাঁচাবে অন্যদিকে আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের নতুন পথ খুঁজে পাবে ।

মুকুটমণিপুর, 12 ডিসেম্বর : রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির অন্যতম মুকুটমণিপুর । পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুম থেকে চালু হচ্ছে হোমস্টে ।

বাঁকুড়ার মুকুটমণিপুর । পর্যটকদের আকর্ষণ করে এর প্রাকৃতিক সৌন্দর্য । তাই শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা যায় এখানে । কিন্তু থাকা-খাওয়ার খরচ অত্যন্ত বেশি । তাই ইচ্ছা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বড় হোটেলে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করা সম্ভব হয় না ৷ তাই তাঁদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে ব্যবস্থা করা হচ্ছে হোমস্টে-র ।

দেখুন ভিডিয়ো

পরীক্ষামূলক ভাবে এবছর পাঁচটি বাড়ি চিহ্নিত করা হয়েছে । এখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে । পাশাপাশি আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ হতে পারবেন পর্যটকরা । এছাড়া ঘরোয়া পরিবেশে পছন্দ মতো খাবারের স্বাদও নিতে পারবেন । থাকবে আদিবাসী নাচ দেখার সুযোগও ।

image
আদিবাসী নৃত্য

ইতিমধ্যেই চিহ্নিত বাড়িগুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে । প্রশাসনের এই উদ্যোগ রোজগারের নতুন দিশা দেখাচ্ছে স্থানীয় আদিবাসী পরিবারগুলিকে । প্রশাসনের এই উদ্যোগ একদিকে যেমন পর্যটকদের খরচ বাঁচাবে অন্যদিকে আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের নতুন পথ খুঁজে পাবে ।

Intro:রাজ্যের পর্যটনের তালিকার অন্যতম শিরোনামে রয়েছে মুকুটমণিপুর। পর্যটন কে আরো আকর্ষনিয় করতে চলতি মরশুম থেকে শুরু হচ্ছে হোমস্টে।


Body:শুধুমাত্র এই রাজ্য নয় ভিন রাজ্য থেকেও প্রতিবছর অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত হাজার হাজার পর্যটক আসেন বাঁকুড়ার মুকুটমনিপুর ভ্রমণ করতে।
এখানে একদিকে যেমন পিকনিক করতে আসেন অনেকেই তেমনই ভ্রমণের জন্য অনেকে আসেন মুকুটমণিপুরে। বেসরকারি হোটেল এবং স্টার হোটেলে এখানে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করতে হয় ভ্রমণার্থীদের। অনেক মধ্যবিত্ত পরিবারের লোকেরা বড় হোটেলে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করতে পারেন না। তাই তাদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে উৎসাহ দেওয়া হচ্ছে হোমস্টে পরিকাঠামো গড়ে তুলতে। পরীক্ষামূলক ভাবে এবছর পাঁচটি বাড়ি চিহ্নিত করা হয়েছে। এই পাঁচটি বাড়িতে ব্যবস্থা থাকছে ভ্রমণ আর্থি দে থাকার এবং খাওয়ার। পাশাপাশি আদিবাসী সংস্কৃতির খুঁটিনাটি বিষয়ে তাঁরা পরিচিত হতে পারবেন এই সমস্ত বাড়িতে থেকে।
এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন ভ্রমণার্থিদের খরচ অনেকটাই বাঁচবে তেমনি স্থানীয় আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের একটি নতুন পথ খুঁজে পাবেন।
ইতিমধ্যেই চিহ্নিত বাড়িগুলি ট্যুরিস্টদের থাকার উপযোগী পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু করেছেন। ট্যুরিস্টরা এখানে যে ধরণের খাবার খেতে চাইবেন, তাদের সেই ধরনের খাবার দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি তারা এখানে চাইলে আদিবাসীদের বিশেষ বিশেষ খাবারের স্বাদ নিতে পারবেন একেবারে ঘরোয়া পরিবেশে।
নতুন এই রুজি-রোজগারের পথের দিশা পেয়ে বেশ আনন্দিত পরিবারগুলি ও।


Conclusion:বাইট: অভয় কৃষ্ণ সাহু, বাসিন্দা মুকুটমণিপুর
বাইট: অর্চনা মুর্মু, গৃহকর্তী
বাইট: উমাশঙ্কর এস, জেলাশাসক বাঁকুড়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.