ETV Bharat / state

বাবার সঙ্গে সাইকেল চালিয়ে যাচ্ছিল রিয়া, পিষে দিল লরি - hospital

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাঁকুড়ার এক শিশুর। নাম রিয়া পরমাণিক (8)।

Breaking News
author img

By

Published : Feb 19, 2019, 3:03 PM IST

বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। তার নাম রিয়া পরমাণিক (8)। মঙ্গলবার সকালে বাঁকুড়ার তালডাংরার বিবড়দার ঘটনা। আজ সকালে দেবাশিসবাবু তাঁর মেয়ে রিয়াকে নিয়ে ইন্দপুরের গুন্নাথ গ্রামে যাচ্ছিলেন। রিয়া ও তার বাবা দুটি আলাদা সাইকেলে যাচ্ছিল। জোড় ঘাটের কাছে একটি লরি রিয়াকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা লরির ঘাতক ও তার খালাসিকে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।

বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। তার নাম রিয়া পরমাণিক (8)। মঙ্গলবার সকালে বাঁকুড়ার তালডাংরার বিবড়দার ঘটনা। আজ সকালে দেবাশিসবাবু তাঁর মেয়ে রিয়াকে নিয়ে ইন্দপুরের গুন্নাথ গ্রামে যাচ্ছিলেন। রিয়া ও তার বাবা দুটি আলাদা সাইকেলে যাচ্ছিল। জোড় ঘাটের কাছে একটি লরি রিয়াকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা লরির ঘাতক ও তার খালাসিকে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।

Intro:লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ছাত্রীর। মৃতার নাম রিয়া পরামানিক (8)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরার বিবড়দায়।

Body: এদিন সকালে তালডাংরার মহদা গ্রাম থেকে বাবা দেবাশিষ পরামানিকের সাথে দু'টি আলাদা সাইকেলে মামাবাড়ি ইন্দপুরের গুন্নাথ গ্রামে যাচ্ছিল। সেই সময় বিবড়দা মোড় থেকে রতনপুর যাওয়ার পথে স্থানীয় জোড় ঘাটে একটি কাঠ বোঝাই লরি ঐ ছাত্রীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা ঘাতক লরি ও তার চালক-খালাসিকে আটক করেছেন।Conclusion: পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মালনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.