ETV Bharat / state

পুলিশ পদকের আদলে এবার বনকর্মীদের পরিষেবা পদক দেওয়ার ভাবনা - Bankura

ভালো কাজের জন্য এবার বনকর্মী ও রক্ষীদেরও দেওয়া হতে পারে বিশেষ পদক । বাঁকুড়ায় জানালেন বনমন্ত্রী ।

Forest guards will be felicitated with medal for good job as same as police service, said forest minister
পুলিশ পদক এর আদলে বনকর্মীদের দেওয়া হবে পরিষেবা পদক : বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 15, 2020, 3:55 AM IST

Updated : Feb 15, 2020, 7:04 AM IST

বাঁকুড়া, 15ফেব্রুয়ারি : ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের দেওয়া হয় পুলিশ পদক ৷ এবার থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বনকর্মী ও বনরক্ষীদের বিশেষ পদক দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে । বাঁকুড়ায় গিয়ে জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া জেলায় জঙ্গলের পরিমাণ বাড়ায় প্রতি বছরই হাতির দল লোকালয়ে চলে আসে। এছাড়াও 10 থেকে 12টি হাতি প্রতি বছর জেলার বিভিন্ন এলাকায় থেকে যায় । এই সমস্ত রেসিডেন্সিয়াল হাতির জন্য কোনও না কোনওভাবে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কখনও বা ফসল আবার কখনও গ্রামের কাচা বাড়ি নষ্ট করে হাতির দল । সাধারণ মানুষেরও মৃত্যু হয় । 2018-19 সালে এই জেলায় চারজনের মৃত্যু হয়েছে । নষ্ট হয়েছে প্রায় 90 হেক্টর জমির ফসল । ৪২৩টি কাচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । সবমিলিয়ে সরকারকে ক্ষতিপূরণ দিতে হয়েছে 50 লাখ টাকার মতো । আগামী দিনে এই সমস্যা সমাধানে বন দপ্তর কয়েকটি প্রকল্প চালু করতে চলেছে বলে জানান রাজীববাবু।

বনদপ্তরের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে আশাপ্রকাশ করছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

বাঁকুড়া, 15ফেব্রুয়ারি : ভালো কাজের জন্য পুলিশ কর্মীদের দেওয়া হয় পুলিশ পদক ৷ এবার থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বনকর্মী ও বনরক্ষীদের বিশেষ পদক দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে । বাঁকুড়ায় গিয়ে জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া জেলায় জঙ্গলের পরিমাণ বাড়ায় প্রতি বছরই হাতির দল লোকালয়ে চলে আসে। এছাড়াও 10 থেকে 12টি হাতি প্রতি বছর জেলার বিভিন্ন এলাকায় থেকে যায় । এই সমস্ত রেসিডেন্সিয়াল হাতির জন্য কোনও না কোনওভাবে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কখনও বা ফসল আবার কখনও গ্রামের কাচা বাড়ি নষ্ট করে হাতির দল । সাধারণ মানুষেরও মৃত্যু হয় । 2018-19 সালে এই জেলায় চারজনের মৃত্যু হয়েছে । নষ্ট হয়েছে প্রায় 90 হেক্টর জমির ফসল । ৪২৩টি কাচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । সবমিলিয়ে সরকারকে ক্ষতিপূরণ দিতে হয়েছে 50 লাখ টাকার মতো । আগামী দিনে এই সমস্যা সমাধানে বন দপ্তর কয়েকটি প্রকল্প চালু করতে চলেছে বলে জানান রাজীববাবু।

বনদপ্তরের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে আশাপ্রকাশ করছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Feb 15, 2020, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.