ETV Bharat / state

বাঁকুড়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত 5 - কোরোনা ভাইরাস মহামারি

শুক্রবার বাঁকুড়া জেলায় নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 5 জন ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল 176 ৷

image
বাঁকুড়া
author img

By

Published : Jun 13, 2020, 2:53 AM IST

বাঁকুড়া, 13 জুন : দিন দিন রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 10 হাজারের গণ্ডি টপকেছে ৷ রাজ্যের সব জেলাতেই প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ তবে শুক্রবার কিছুটা স্বস্তির দিন বাঁকুড়া জেলায় ৷ অন্য দিনের তুলনায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷

শুক্রবার বাঁকুড়া জেলায় 5 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ পাওয়া গেছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 171 জন ৷ গতকাল 5 জন বেড়ে তা হয়েছে 176 ৷ বাঁকুড়া জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা গতকাল ছিল 128 জন ৷ শুক্রবার তা বেড়ে দাঁড়াল 133 জনে ৷ এদিকে শুক্রবার ওন্দা হাসপাতাল থেকে নতুন করে সুস্থ হয়ে কেউ বাড়ি যাননি ৷ এখনও পর্যন্ত ওন্দা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 43 জন ৷

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে এখনও পর্যন্ত প্রায় 4500 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তবে এতদিন শহরের বাইরে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছিল ৷ তবে গতকাল বাঁকুড়া শহরে একজন কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া শহরের মানুষের মধ্যেও ৷

সরকারের প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 244 । বৃহস্পতিবার সংখ্যাটি ছিল 9768 । গতকাল নতুন করে 476 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ । ও কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ন'জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 451 ।

বাঁকুড়া, 13 জুন : দিন দিন রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 10 হাজারের গণ্ডি টপকেছে ৷ রাজ্যের সব জেলাতেই প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ তবে শুক্রবার কিছুটা স্বস্তির দিন বাঁকুড়া জেলায় ৷ অন্য দিনের তুলনায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷

শুক্রবার বাঁকুড়া জেলায় 5 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ পাওয়া গেছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত বাঁকুড়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল 171 জন ৷ গতকাল 5 জন বেড়ে তা হয়েছে 176 ৷ বাঁকুড়া জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা গতকাল ছিল 128 জন ৷ শুক্রবার তা বেড়ে দাঁড়াল 133 জনে ৷ এদিকে শুক্রবার ওন্দা হাসপাতাল থেকে নতুন করে সুস্থ হয়ে কেউ বাড়ি যাননি ৷ এখনও পর্যন্ত ওন্দা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 43 জন ৷

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরিতে এখনও পর্যন্ত প্রায় 4500 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তবে এতদিন শহরের বাইরে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছিল ৷ তবে গতকাল বাঁকুড়া শহরে একজন কোরোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া শহরের মানুষের মধ্যেও ৷

সরকারের প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 244 । বৃহস্পতিবার সংখ্যাটি ছিল 9768 । গতকাল নতুন করে 476 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ । ও কোরোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ন'জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল 451 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.