ETV Bharat / state

বাঁকুড়ায় 116 কোটির জল প্রকল্প, অপচয় রুখতে বসতে পারে মিটার - বাঁকুড়ায় 116 কোটির জল প্রকল্প, অপচয় রুখতে বসতে পারে মিটার

বাঁকুড়ার জল প্রকল্পে 116 কোটি । উপকৃত হবে 97টি পৌরসভা ।

116 কোটির জল প্রকল্প
author img

By

Published : Aug 25, 2019, 2:30 PM IST

বাঁকুড়া, 25 অগাস্ট : বাঁকুড়ায় 116 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । গন্ধেশ্বরী নদীর কেশিয়াকোলে তৈরি এই প্রকল্পে উপকৃত হবে প্রায় 14টি ওয়ার্ড । জল অপচয় রুখতে পানীয় জলে মিটার বসানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যের 125টি পৌরসভার মধ্যে 97টি পৌরসভাতে পানীয় জলের বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । এগুলোর মধ্যে 57টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে যা থেকে প্রতিদিন 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে । এখনও 40টি প্রকল্পের কাজ চলছে । সেগুলো সম্পূর্ণ হলে আরও 300 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা যাবে রাজ্যে ।" মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "2016 সালে মুখ্যমন্ত্রী আমাকে বাঁকুড়ার জলকষ্ট দূর করার জন্য বলেছিলেন । তারপর থেকেই এই জল প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয় । এরই সঙ্গে সাতটি ওভারহেড টাকি বানানো হয়েছে যেখান থেকে এই জল সরবরাহ করা হবে । শহরের 14টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন এই পানীয় জল থেকে । প্রতিটি বাড়িতে জল অপচয় রুখতে যে মিটার বসানো হবে তার জন্য কোনও কর লাগবে না ।"

প্রকল্পটির উদ্বোধনে এসে রাজ্যের পৌরসচিব ডঃ সুব্রত গুপ্ত পানীয় জলে মিটার বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানান । কাজের গতি সম্পর্কে তিনি বলেন, "পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে । প্রতিটি বাড়িতে পাইপলাইন থেকে যাতে খুব শীঘ্রই জল সরবরাহ করা যায় সেবিষয়ে পৌরসভাকে বলা হয়েছে ।"

water project
প্রকল্পটির উদ্বোধনে ফিরহাদ হাকিম

গরমে বাঁকুড়ায় জলের কষ্ট নতুন ব্যাপার নয় । পানীয় জলের দাবিতে কখনও মাথায় হাঁড়ি নিয়ে তো কখনও হাতে বালতি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে দেখা গেছে সাধারণ মানুষকে । কিন্তু তাতে লাভ কী । জলকষ্ট কমেনি কোনও অংশে । সাধারণের কথায়, প্রতিবাদ, বিক্ষোভ সবই সার । কাজ হয়নি কিছুতেই । যার জেরে লোকসভা ভোটের প্রচার করতে গিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রার্থীদের ।

বাঁকুড়া, 25 অগাস্ট : বাঁকুড়ায় 116 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । গন্ধেশ্বরী নদীর কেশিয়াকোলে তৈরি এই প্রকল্পে উপকৃত হবে প্রায় 14টি ওয়ার্ড । জল অপচয় রুখতে পানীয় জলে মিটার বসানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি ।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যের 125টি পৌরসভার মধ্যে 97টি পৌরসভাতে পানীয় জলের বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । এগুলোর মধ্যে 57টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে যা থেকে প্রতিদিন 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে । এখনও 40টি প্রকল্পের কাজ চলছে । সেগুলো সম্পূর্ণ হলে আরও 300 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা যাবে রাজ্যে ।" মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "2016 সালে মুখ্যমন্ত্রী আমাকে বাঁকুড়ার জলকষ্ট দূর করার জন্য বলেছিলেন । তারপর থেকেই এই জল প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয় । এরই সঙ্গে সাতটি ওভারহেড টাকি বানানো হয়েছে যেখান থেকে এই জল সরবরাহ করা হবে । শহরের 14টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন এই পানীয় জল থেকে । প্রতিটি বাড়িতে জল অপচয় রুখতে যে মিটার বসানো হবে তার জন্য কোনও কর লাগবে না ।"

প্রকল্পটির উদ্বোধনে এসে রাজ্যের পৌরসচিব ডঃ সুব্রত গুপ্ত পানীয় জলে মিটার বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানান । কাজের গতি সম্পর্কে তিনি বলেন, "পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে । প্রতিটি বাড়িতে পাইপলাইন থেকে যাতে খুব শীঘ্রই জল সরবরাহ করা যায় সেবিষয়ে পৌরসভাকে বলা হয়েছে ।"

water project
প্রকল্পটির উদ্বোধনে ফিরহাদ হাকিম

গরমে বাঁকুড়ায় জলের কষ্ট নতুন ব্যাপার নয় । পানীয় জলের দাবিতে কখনও মাথায় হাঁড়ি নিয়ে তো কখনও হাতে বালতি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে দেখা গেছে সাধারণ মানুষকে । কিন্তু তাতে লাভ কী । জলকষ্ট কমেনি কোনও অংশে । সাধারণের কথায়, প্রতিবাদ, বিক্ষোভ সবই সার । কাজ হয়নি কিছুতেই । যার জেরে লোকসভা ভোটের প্রচার করতে গিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রার্থীদের ।

Intro:বাঁকুড়ায় 116 কোটি টাকার একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামী দিনে রাজ্যের বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে মিটার লাগানোর কথা এদিন বলেন মন্ত্রী।


Body:রাজ্যের 125 টি পুরসভার মধ্যে 97 টি পুরসভাতে পানীয় জলের বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এগুলোর মধ্যে 57 টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে যা থেকে প্রতিদিন 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে। এখনো 40 টি প্রকল্পের কাজ চলছে এবং সেগুলো পূর্ণ হলে আরো 300 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা যাবে রাজ্যে। এদিন বাঁকুড়ায় পানীয় জলের প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের পুর সচিব ডঃ সুব্রত গুপ্ত জানান জল অপচয় বন্ধ করতে প্রতিটি বাড়িতে জলের মিটার লাগানোর কথা চিন্তা করছে রাজ্য সরকার। বাঁকুড়ার জল প্রকল্প টি গন্ধেশ্বরী নদীর কেশিয়াকোলে তৈরি করা হয়েছে। এছাড়াও পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রতিটি বাড়িতেই পাইপলাইন থেকে যাতে খুব শীঘ্রই জল সরবরাহ ব্যবস্থা করা হয় সে বিষয়ে পুরসভাকে এদিন বলেন পুর সচিব। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন 2016 সালে মুখ্যমন্ত্রী তাকে বাঁকুড়ার জল কষ্ট দূর করার জন্য বলেছিলেন। তারপর থেকেই এই জল প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয় এবং সাতটি ওভারহেড টাকি বানানো হয়েছে যেখান থেকে এই জল সরবরাহ করা হবে । শহরের 14 টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন এই পানীয় জল থেকে। প্রকল্পটির মোট খরচ 116 কোটি টাকা যার ইতিমধ্যেই 100 কোটি টাকা খরচ হয়েছে। পাইপ লাইনের যে কাজ বাকি রয়েছে তা পুরসভা করবে এবং খুব শীঘ্রই যাতে এই কাজ সম্পূর্ণ হয় সে বিষয়ে তিনি পুরসভার দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তিনি বলেন মিটার লাগানো হবে প্রতিটি বাড়িতে তবে সেই মিটারের জন্য কোন ট্যাক্স বা কোন কর লাগবেনা নাগরিকদের।


Conclusion:বাইট: ফিরহাদ হাকিম পুরমন্ত্রী বাইট: ডঃ সুব্রত গুপ্ত প্রধান সচিব পুরো দপ্তর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.