বাঁকুড়া, 25 অগাস্ট : বাঁকুড়ায় 116 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । গন্ধেশ্বরী নদীর কেশিয়াকোলে তৈরি এই প্রকল্পে উপকৃত হবে প্রায় 14টি ওয়ার্ড । জল অপচয় রুখতে পানীয় জলে মিটার বসানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যের 125টি পৌরসভার মধ্যে 97টি পৌরসভাতে পানীয় জলের বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । এগুলোর মধ্যে 57টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে যা থেকে প্রতিদিন 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে । এখনও 40টি প্রকল্পের কাজ চলছে । সেগুলো সম্পূর্ণ হলে আরও 300 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা যাবে রাজ্যে ।" মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "2016 সালে মুখ্যমন্ত্রী আমাকে বাঁকুড়ার জলকষ্ট দূর করার জন্য বলেছিলেন । তারপর থেকেই এই জল প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয় । এরই সঙ্গে সাতটি ওভারহেড টাকি বানানো হয়েছে যেখান থেকে এই জল সরবরাহ করা হবে । শহরের 14টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন এই পানীয় জল থেকে । প্রতিটি বাড়িতে জল অপচয় রুখতে যে মিটার বসানো হবে তার জন্য কোনও কর লাগবে না ।"
প্রকল্পটির উদ্বোধনে এসে রাজ্যের পৌরসচিব ডঃ সুব্রত গুপ্ত পানীয় জলে মিটার বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানান । কাজের গতি সম্পর্কে তিনি বলেন, "পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে । প্রতিটি বাড়িতে পাইপলাইন থেকে যাতে খুব শীঘ্রই জল সরবরাহ করা যায় সেবিষয়ে পৌরসভাকে বলা হয়েছে ।"
গরমে বাঁকুড়ায় জলের কষ্ট নতুন ব্যাপার নয় । পানীয় জলের দাবিতে কখনও মাথায় হাঁড়ি নিয়ে তো কখনও হাতে বালতি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে দেখা গেছে সাধারণ মানুষকে । কিন্তু তাতে লাভ কী । জলকষ্ট কমেনি কোনও অংশে । সাধারণের কথায়, প্রতিবাদ, বিক্ষোভ সবই সার । কাজ হয়নি কিছুতেই । যার জেরে লোকসভা ভোটের প্রচার করতে গিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রার্থীদের ।