ETV Bharat / state

বাকুঁড়ার বেলিয়াতোড় গ্রামে হাতির হানা - bankura

বাকুঁড়ার গ্রামে হাতির হানা । মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল । গোলায় রাখা মজুত ফসলও খেয়ে নিয়েছে । লকডাউনে এমনিতেই সমস্যায় ছিল গ্রামবাসী ৷ হাতি শস্য খেয়ে নেওয়ায় আরও চাপে তারা ৷

ছবি
ছবি
author img

By

Published : Jun 13, 2020, 11:58 AM IST

বাকুঁড়া, 13 জুন : জেলায় আবারও হাতির হানা । গতকাল গভীর রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বারবেন্দ্যা গ্রামের বাড়িতে তাণ্ডব চালায় তিনটি বুনো হাতির একটি দল। গ্রামে হানা দিয়ে ফসল খেয়ে নেয় তারা ।

স্থানীয় ভূতনাথ রায়ের বাড়িতে হানা দেয় তিনটি হাতি । মাটির বাড়ি ভেঙে দেয় তারা । বাড়িতে রাখা ধান ও রেশনে পাওয়া আটা, চাল সব খেয়ে ফেলে হাতিগুলি । এই অবস্থায় কোনওক্রমে জীবন বাঁচিয়ে বাড়ির বাইরে চলে আসেন বাসিন্দারা ।

ভূতনাথবাবু বলেন, “ লকডাউনে সম্পুর্ণ কর্মহীন অবস্থায় যেটুকু খাবার সঞ্চিত করে রেখেছিলাম, সব খেয়ে ফেলেছে হাতির দল ।" এরপর আরও দুই গ্রামবাসীর বাড়িতে হানা দেয় দলটি। পরে গ্রামের লোকজনের তাড়া খেয়ে জঙ্গলে পালায় হাতিগুলি । এদিকে, বনদপ্তরের দাবি হাতি যাতে লোকালয়ে না বেরিয়ে পড়ে তার জন্য প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে ।

বাকুঁড়া, 13 জুন : জেলায় আবারও হাতির হানা । গতকাল গভীর রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বারবেন্দ্যা গ্রামের বাড়িতে তাণ্ডব চালায় তিনটি বুনো হাতির একটি দল। গ্রামে হানা দিয়ে ফসল খেয়ে নেয় তারা ।

স্থানীয় ভূতনাথ রায়ের বাড়িতে হানা দেয় তিনটি হাতি । মাটির বাড়ি ভেঙে দেয় তারা । বাড়িতে রাখা ধান ও রেশনে পাওয়া আটা, চাল সব খেয়ে ফেলে হাতিগুলি । এই অবস্থায় কোনওক্রমে জীবন বাঁচিয়ে বাড়ির বাইরে চলে আসেন বাসিন্দারা ।

ভূতনাথবাবু বলেন, “ লকডাউনে সম্পুর্ণ কর্মহীন অবস্থায় যেটুকু খাবার সঞ্চিত করে রেখেছিলাম, সব খেয়ে ফেলেছে হাতির দল ।" এরপর আরও দুই গ্রামবাসীর বাড়িতে হানা দেয় দলটি। পরে গ্রামের লোকজনের তাড়া খেয়ে জঙ্গলে পালায় হাতিগুলি । এদিকে, বনদপ্তরের দাবি হাতি যাতে লোকালয়ে না বেরিয়ে পড়ে তার জন্য প্রতিনিয়ত নজরদারি চালানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.