ETV Bharat / state

শুঁড়ে তুলে আছাড় মারল হাতি, বাঁকুড়ায় মৃত 2 - Elephant hit two dead in Bankura

বুধবার সকালে রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে ঢুকে পড়ে হাতি । ধরণী সর্দার ও বাসন্তী সিং সর্দারকে নামে দু'জনকে হাতি আছড়ে মেরে ফেলে ।

elephant killed two villagers
হাতির হানায় বাঁকুড়ায় মৃত দুই
author img

By

Published : Jan 30, 2020, 4:59 AM IST

বাঁকুড়া, 30 জানুসারি : হাতির হামলায় প্রাণ হারালেন রানিবাঁধের দুই বাসিন্দা । বুধবার সকালে রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে ঢুকে ধরণী সর্দার ও বাসন্তী সিং সর্দার নামে দু'জনকে আছড়ে মারে হাতিটি ।

ধরণী সর্দার বাড়ির বারান্দায় বসেছিলেন ৷ হাতিটি সেখানে ঢুকে পড়ে ৷ ধরণীবাবু ভয়ে চিৎকার করে ওঠেন ৷ হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে, আছাড় দিয়ে মেরে ফেলে ।

অন্যদিকে, গ্রামের বাউল ও ঝুমুর সম্প্রদায়ের লোকশিল্পী বাসন্তী সিং সর্দার ভোরে প্রাতঃকৃত্য সারতে মাঠে গেলে তিনিও হাতির সামনে পড়ে যান । তাঁকেও আছড়ে,পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি।

দু'জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে । প্রতিবাদে পথ অবরোধ করে তারা । তাদের অভিযোগ, হাতি তাড়ানোর অভিযানে নামলেও তা বন দপ্তর আগাম প্রচার না করায় এভাবে দু'জনের প্রাণ গেল।


গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ব্লক থেকে একটি হাতির দলকে বনকর্মীরা রানিবাঁধ ব্লকে তাড়িয়ে দেয় । হাতির পাল বামনি পাহাড়ের কাছে জঙ্গলে রয়েছে বলে জানা গেছে।

বাঁকুড়া, 30 জানুসারি : হাতির হামলায় প্রাণ হারালেন রানিবাঁধের দুই বাসিন্দা । বুধবার সকালে রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে ঢুকে ধরণী সর্দার ও বাসন্তী সিং সর্দার নামে দু'জনকে আছড়ে মারে হাতিটি ।

ধরণী সর্দার বাড়ির বারান্দায় বসেছিলেন ৷ হাতিটি সেখানে ঢুকে পড়ে ৷ ধরণীবাবু ভয়ে চিৎকার করে ওঠেন ৷ হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে, আছাড় দিয়ে মেরে ফেলে ।

অন্যদিকে, গ্রামের বাউল ও ঝুমুর সম্প্রদায়ের লোকশিল্পী বাসন্তী সিং সর্দার ভোরে প্রাতঃকৃত্য সারতে মাঠে গেলে তিনিও হাতির সামনে পড়ে যান । তাঁকেও আছড়ে,পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি।

দু'জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে । প্রতিবাদে পথ অবরোধ করে তারা । তাদের অভিযোগ, হাতি তাড়ানোর অভিযানে নামলেও তা বন দপ্তর আগাম প্রচার না করায় এভাবে দু'জনের প্রাণ গেল।


গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ব্লক থেকে একটি হাতির দলকে বনকর্মীরা রানিবাঁধ ব্লকে তাড়িয়ে দেয় । হাতির পাল বামনি পাহাড়ের কাছে জঙ্গলে রয়েছে বলে জানা গেছে।

Intro:হাতির হানায় বাঁকূড়ার রাণীবাঁধে মারা গেলেন দুই বাসিন্দা।Body:আজ সকালে রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে ঢুকে ধরণী সর্দার নামে এক ব্যক্তি ও বাসন্তী সিং সর্দার নামে এক মহিলাকে হাতি আছড়ে মেরে ফেলে । ধরণী সর্দার নামের ওই ব্যক্তি বাড়ীর বারান্দায় ছিলেন যেখানে হাতি ঢুকে পড়ে। ধরণী বাবু ভয়ে চিৎকার করলে হাতি ধরণী বাবুকে শুঁড়ে পেঁচিয়ে, আছাড় দিয়ে মেরে ফেলে।পাশাপাশি, এই গ্রামের বাউলও ঝুমুর সম্প্রদায়ের এক মহিলা লোক শিল্পী বাসন্তী সিং সর্দার ভোরে প্রাত্যঃকৃত্য সারতে গেলে তিনিও হাতির সামনে পড়ে যান। তাকেও আছড়ে,পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি। একদিনে দু জনের একই এলাকায় মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে সামিল হন পথ অবরোধেও। তাদের অভিযোগ হাতি তাড়ানোর অভিযানে নামলেও তা বন দপ্তর আগাম প্রচার না করায় এভাবে দুজনের প্রাণ গেল।
গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ব্লক থেকে একটি হাতির দলকে বনকর্মীরা রাণীবাঁধ ব্লকে তাড়িয়ে দেয়। হাতির পাল বামনি পাহাড়ের কাছে জঙ্গলে রয়েছে বলে খবর স্হানীয় সূত্রে খবর।Conclusion:No bt
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.