বাঁকুড়া, 30 জানুসারি : হাতির হামলায় প্রাণ হারালেন রানিবাঁধের দুই বাসিন্দা । বুধবার সকালে রানিবাঁধ ব্লকের বুথখিলা গ্রামে ঢুকে ধরণী সর্দার ও বাসন্তী সিং সর্দার নামে দু'জনকে আছড়ে মারে হাতিটি ।
ধরণী সর্দার বাড়ির বারান্দায় বসেছিলেন ৷ হাতিটি সেখানে ঢুকে পড়ে ৷ ধরণীবাবু ভয়ে চিৎকার করে ওঠেন ৷ হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে, আছাড় দিয়ে মেরে ফেলে ।
অন্যদিকে, গ্রামের বাউল ও ঝুমুর সম্প্রদায়ের লোকশিল্পী বাসন্তী সিং সর্দার ভোরে প্রাতঃকৃত্য সারতে মাঠে গেলে তিনিও হাতির সামনে পড়ে যান । তাঁকেও আছড়ে,পা দিয়ে চেপে মেরে ফেলে হাতিটি।
দু'জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে । প্রতিবাদে পথ অবরোধ করে তারা । তাদের অভিযোগ, হাতি তাড়ানোর অভিযানে নামলেও তা বন দপ্তর আগাম প্রচার না করায় এভাবে দু'জনের প্রাণ গেল।
গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ব্লক থেকে একটি হাতির দলকে বনকর্মীরা রানিবাঁধ ব্লকে তাড়িয়ে দেয় । হাতির পাল বামনি পাহাড়ের কাছে জঙ্গলে রয়েছে বলে জানা গেছে।