সারেঙ্গা, 10 জুন : ডাইনি সন্দেহে এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠল (Elderly tribal couple accused of beating up in witchcraft slander) ৷ ঘটনাটি ঘটেছে সারেঙ্গার নেতুরপুরে ৷ আপাতত প্রাণ ভয়ে খাতড়া শহর সংলগ্ন গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই দম্পতি ৷
সূত্রের খবর, সারেঙ্গার নেতুরপুরে বাসিন্দা ওই দম্পতির পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে । একমাত্র ছেলেও কর্মসূত্রে বাইরে থাকেন । সম্প্রতি গ্রামেরই কয়েকজন ওই বৃদ্ধাকে 'ডাইনি' অপবাদ দেয় । মারধরের পাশাপাশি তাঁদের পুড়িয়ে মেরে দেওয়া এবং গলার নলি কেটে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । এই অবস্থায় প্রাণ ভয়ে খাতড়া শহরে মেয়ের বাড়িতে ওই বৃদ্ধা দম্পতি আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Suspicion of Witchcraft : বীরভূমে ডাইনি অপবাদে অন্তঃসত্ত্বা সহ 8 সদস্যের পরিবার গ্রামছাড়া !
বৃহস্পতিবার এবিষয়ে খাতড়ার মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিককে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানা গিয়েছে । ওই দম্পতি জানান, গ্রামের কয়েকজন বেশ কিছু দিন ধরেই 'ডাইনি' অপবাদ দিচ্ছে । সম্প্রতি গ্রামে একজনের স্বামী মারা গিয়েছে । ওই মৃত্যুর পিছনে 'আমি দায়ী' বলে কোনও এক গুণীন জানিয়েছেন । এমনকী গ্রামে কেউ অসুস্থ হলেও তার দায় আমাদের উপর এসে পড়ে । এই অবস্থায় নিয়মিত বাড়িতে এসে হামলা, মারধরের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।
বৃদ্ধ দম্পতির মেয়ে জানান, বেশ কিছুদিন ধরেই ডাইনি অপবাদ দিয়ে মা-বাবার উপর অত্যাচার চলছিল । প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি । পরে অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে এবং খুনের হুমকিও দেওয়া হয় । তাই প্রাণের ভয়ে এ বাড়িতেই ওরা এসে আশ্রয় নিয়েছেন ৷
এ বিষয়ে জানতে অভিযুক্ত গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি । তাই প্রতিক্রিয়া মেলেনি । খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী এ প্রসঙ্গে টেলিফোনে জানান, অভিযোগ পেয়েছি । সত্যিকারের বিষয়টি কী তা খতিয়ে দেখা হচ্ছে ৷