ETV Bharat / state

কোরোনা: বন্ধ বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরের গাজন উৎসব - কোরোনা জেরে বন্ধ বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরের গাজন উৎসব

কোরোনার জেরে বন্ধ হল এক্তেশ্বরের গাজন ৷ 20-25 ভক্তের বদলে এবছর 1 জন ভক্তই ভোক্তা কামালেন ৷ কারণ কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই বন্ধ সবকিছু ৷ তাই এবছর নামমাত্র অনুষ্ঠান পালন করবেন একমাত্র সেবাইত দুঃখ ভজন সিং ৷

Ekteswar shiva temple's gajan festival is closed due to corona outbreak
কোরোনা জেরে বন্ধ বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরের গাজন উৎসব
author img

By

Published : Mar 31, 2020, 11:35 PM IST

বাঁকুড়া , 31 মার্চ : কোরোনার জেরে বন্ধ হল এক্তেশ্বরের গাজন ৷ 20-25 ভক্তের বদলে এবছর 1 জন ভক্তই ভোক্তা কামালেন ৷ কারণ কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই বন্ধ সবকিছু ৷ তাই এবছর নামমাত্র অনুষ্ঠান পালন করবেন একমাত্র সেবাইত দুঃখ ভজন সিং ৷

Ekteswar shiva temple's gajan festival is closed due to corona outbreak
মন্দিরের প্রধান প্রবেশদ্বারের লোহার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে

বাঁকুড়া শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত কয়েক শতাব্দী পুরোনো এক্তেশ্বর শিবের মন্দির । বাঁকুড়া গেজেটিয়ার থেকে যা জানা যায়, এই মন্দির মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল ৷ দারকেশ্বর নদীর উত্তর তীরে । সেই যুগ থেকেই প্রতিবছর চলে আসছে একটি রীতি । রীতি অনুযায়ী, গোটা চৈত্র মাস ধরে হাজার হাজার শিব ভক্ত উপবাস রাখেন । দিনান্তে একবার ফলাহার করেন । যাকে স্থানীয় ভাষায় ভোক্তা কামানো বলা হয় । প্রতিদিন হাজার হাজার ভোক্তা এই মন্দিরে আসেন গর্ভগৃহে মহাদেবের মাথায় জল ঢালতে । সবশেষে চৈত্র সংক্রান্তিতে এখানে অনুষ্ঠিত হয় গাজন উৎসব । প্রায় 20-25 হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে ৷ মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে দারকেশ্বর নদীর তীর বরাবর ভিড় জমে । তবে এ বছর কোরোনার জেরে সম্পূর্ণ লকডাউন দেশজুড়ে ৷ তাই বাদ যায়নি বাঁকুড়ার এক্তেশ্বরের শিবের মন্দির ৷

Ekteswar shiva temple's gajan festival is closed due to corona outbreak
একমাত্র সেবাইত দুঃখ ভজন সিং

গোটা বছর ধরেই প্রতিদিন বহু মানুষ বাঁকুড়া জেলা, বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও এখানে আসেন ধর্মচারণ করতে । বর্তমানে মন্দির কমিটি সবকিছুই বন্ধ রেখেছে । মন্দিরের প্রধান প্রবেশদ্বারের লোহার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । ভেতরে ঢুকতে পারবেন না কেউ । শুধুমাত্র একজন সেবাইত শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সম্পূর্ণ নিয়ম পালন করবেন ৷ সেই সেবাইত দুঃখ ভঞ্জন সিং বলেন, " আমি গত 40 বছর ধরে এখানে প্রতিবছর গোটা চৈত্র মাস ধরে ভোক্তা কামাই ৷ কম করেও 20 হাজার মানুষ এই মন্দিরে আনাগোনা করেন ৷ তবে এই বছর শুধু আমি একা । কোনওদিন এর আগে এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই । "

অন্যদিকে, মন্দির পরিচালনা কমিটির সম্পাদক কৌশিক দেঘুরিয়া বলেন, " হয়তো এটাই এবছর বাবা মহাদেবের নির্দেশ, তাই আমরা সবকিছু বন্ধ রাখতে বাধ্য হয়েছি । দেশ যেভাবে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে ৷ আমরাও এই মন্দির কমিটি সম্পূর্ণভাবে তাঁদের সঙ্গে রয়েছি । তবে ধর্মের নিয়ম মেনে শুধু 25 হাজারের বদলে একজন ভক্ত পালন করবেন গাজন উৎসব । একটি যোগদানের অনুষ্ঠানের মাধ্যমে গাজন উৎসব হয়ে থাকে । সেটিও আমরা করব, তবে এখানে কোনও জনসমাগম হতে দেব না । মাত্র তিনজন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে । মন্দির কমিটির তরফে দেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষজনের কাছে আবেদন রাখা হয়েছে ৷ ধর্ম তো মানুষের মঙ্গলের জন্য, আসুন আমরা সবাই মিলে একযোগে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি ৷ এছাড়াও দেশকে বাঁচাতে যে কোনও রকমের জনসমাগম বন্ধ রাখি । "

বাঁকুড়া , 31 মার্চ : কোরোনার জেরে বন্ধ হল এক্তেশ্বরের গাজন ৷ 20-25 ভক্তের বদলে এবছর 1 জন ভক্তই ভোক্তা কামালেন ৷ কারণ কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ তাই বন্ধ সবকিছু ৷ তাই এবছর নামমাত্র অনুষ্ঠান পালন করবেন একমাত্র সেবাইত দুঃখ ভজন সিং ৷

Ekteswar shiva temple's gajan festival is closed due to corona outbreak
মন্দিরের প্রধান প্রবেশদ্বারের লোহার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে

বাঁকুড়া শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত কয়েক শতাব্দী পুরোনো এক্তেশ্বর শিবের মন্দির । বাঁকুড়া গেজেটিয়ার থেকে যা জানা যায়, এই মন্দির মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল ৷ দারকেশ্বর নদীর উত্তর তীরে । সেই যুগ থেকেই প্রতিবছর চলে আসছে একটি রীতি । রীতি অনুযায়ী, গোটা চৈত্র মাস ধরে হাজার হাজার শিব ভক্ত উপবাস রাখেন । দিনান্তে একবার ফলাহার করেন । যাকে স্থানীয় ভাষায় ভোক্তা কামানো বলা হয় । প্রতিদিন হাজার হাজার ভোক্তা এই মন্দিরে আসেন গর্ভগৃহে মহাদেবের মাথায় জল ঢালতে । সবশেষে চৈত্র সংক্রান্তিতে এখানে অনুষ্ঠিত হয় গাজন উৎসব । প্রায় 20-25 হাজার ভক্তের সমাগম হয় মন্দিরে ৷ মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে দারকেশ্বর নদীর তীর বরাবর ভিড় জমে । তবে এ বছর কোরোনার জেরে সম্পূর্ণ লকডাউন দেশজুড়ে ৷ তাই বাদ যায়নি বাঁকুড়ার এক্তেশ্বরের শিবের মন্দির ৷

Ekteswar shiva temple's gajan festival is closed due to corona outbreak
একমাত্র সেবাইত দুঃখ ভজন সিং

গোটা বছর ধরেই প্রতিদিন বহু মানুষ বাঁকুড়া জেলা, বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্য থেকেও এখানে আসেন ধর্মচারণ করতে । বর্তমানে মন্দির কমিটি সবকিছুই বন্ধ রেখেছে । মন্দিরের প্রধান প্রবেশদ্বারের লোহার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । ভেতরে ঢুকতে পারবেন না কেউ । শুধুমাত্র একজন সেবাইত শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সম্পূর্ণ নিয়ম পালন করবেন ৷ সেই সেবাইত দুঃখ ভঞ্জন সিং বলেন, " আমি গত 40 বছর ধরে এখানে প্রতিবছর গোটা চৈত্র মাস ধরে ভোক্তা কামাই ৷ কম করেও 20 হাজার মানুষ এই মন্দিরে আনাগোনা করেন ৷ তবে এই বছর শুধু আমি একা । কোনওদিন এর আগে এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই । "

অন্যদিকে, মন্দির পরিচালনা কমিটির সম্পাদক কৌশিক দেঘুরিয়া বলেন, " হয়তো এটাই এবছর বাবা মহাদেবের নির্দেশ, তাই আমরা সবকিছু বন্ধ রাখতে বাধ্য হয়েছি । দেশ যেভাবে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে ৷ আমরাও এই মন্দির কমিটি সম্পূর্ণভাবে তাঁদের সঙ্গে রয়েছি । তবে ধর্মের নিয়ম মেনে শুধু 25 হাজারের বদলে একজন ভক্ত পালন করবেন গাজন উৎসব । একটি যোগদানের অনুষ্ঠানের মাধ্যমে গাজন উৎসব হয়ে থাকে । সেটিও আমরা করব, তবে এখানে কোনও জনসমাগম হতে দেব না । মাত্র তিনজন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৷ তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে । মন্দির কমিটির তরফে দেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষজনের কাছে আবেদন রাখা হয়েছে ৷ ধর্ম তো মানুষের মঙ্গলের জন্য, আসুন আমরা সবাই মিলে একযোগে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি ৷ এছাড়াও দেশকে বাঁচাতে যে কোনও রকমের জনসমাগম বন্ধ রাখি । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.