ETV Bharat / state

বাঁকুড়ায় লকডাউন মেনে চলার আবেদন জেলা শাসকের - coroa kolkata

বাঁকুড়া সদর শহর, বিষ্ণুপুর মহকুমা শহর, খাতড়া, সোনামুখী সমেত বিভিন্ন জায়গায় লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে না । অভিযোগ, অনেক জায়গায় পুলিশের কথা পর্যন্ত শোনা হচ্ছে না । এই অবস্থায় পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষকে লকডাউন মেনে চলতে বাধ্য করতে ।

District Magistrate appeals through etv bharat to comply with lockdown in Bankura
ETV ভারতের মাধ্যমে বাঁকুড়ায় লকডাউন মেনে চলার আবেদন জেলা শাসকের
author img

By

Published : Mar 26, 2020, 9:49 PM IST

বাঁকুড়া, 25 মার্চ : দেশজুড়ে লকডাউন চলার পরও বিভিন্ন জায়গায় রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেকেই ৷ মানুষকে রাস্তায় অকারণে না বেরোনোর জন্য এবং লকডাউনে প্রশাসনকে সহযোগিতা করার জন্যবাঁকুড়াবাসীর কাছে আবেদন করলেন বাঁকুড়া জেলা শাসক ৷

বাঁকুড়া সদর শহর, বিষ্ণুপুর মহকুমা শহর, খাতড়া, সোনামুখী সমেত বিভিন্ন জায়গায় লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে না । অভিযোগ, অনেক জায়গায় পুলিশের কথা পর্যন্ত শোনা হচ্ছে না । এই অবস্থায় পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষকে লকডাউন মেনে চলতে বাধ্য করতে । আজ বাঁকুড়া জেলা শাসক অরুণ কুমার বাঁকুড়ার সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন, এখনও পর্যন্ত বাঁকুড়ার পরিস্থিতি ঠিক রয়েছে ৷ তবে লকডাউন যদি না মানা হয়, তাহলে আগামী দিনে বিপদ হতে পারে নাগরিকদের । পাশাপাশি তিনি আশ্বস্ত করেন জেলা প্রশাসন যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে ।

বাঁকুড়া, 25 মার্চ : দেশজুড়ে লকডাউন চলার পরও বিভিন্ন জায়গায় রাস্তায় বেরিয়ে পড়ছেন অনেকেই ৷ মানুষকে রাস্তায় অকারণে না বেরোনোর জন্য এবং লকডাউনে প্রশাসনকে সহযোগিতা করার জন্যবাঁকুড়াবাসীর কাছে আবেদন করলেন বাঁকুড়া জেলা শাসক ৷

বাঁকুড়া সদর শহর, বিষ্ণুপুর মহকুমা শহর, খাতড়া, সোনামুখী সমেত বিভিন্ন জায়গায় লকডাউন ঠিকমতো পালিত হচ্ছে না । অভিযোগ, অনেক জায়গায় পুলিশের কথা পর্যন্ত শোনা হচ্ছে না । এই অবস্থায় পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে সাধারণ মানুষকে লকডাউন মেনে চলতে বাধ্য করতে । আজ বাঁকুড়া জেলা শাসক অরুণ কুমার বাঁকুড়ার সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন, এখনও পর্যন্ত বাঁকুড়ার পরিস্থিতি ঠিক রয়েছে ৷ তবে লকডাউন যদি না মানা হয়, তাহলে আগামী দিনে বিপদ হতে পারে নাগরিকদের । পাশাপাশি তিনি আশ্বস্ত করেন জেলা প্রশাসন যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.