বাঁকুড়া, 18 মে : কোভিড হাসপাতালের মধ্যে করোনায় আক্রান্ত রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল । এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালের ঘটনা । মৃতের নাম দিলীপ মাল (55) ।
রবিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি করা হয় তাঁকে । বাড়ি ওন্দা থানা এলাকার গোগড়া গ্রামে । আজ দুপুরে হাসপাতালের কোভিড ওয়ার্ডের পাশে একটি পরিত্যক্ত ঘরের ফ্যানের মধ্যে গামছাতে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় । এই ঘটনার খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ ।
হাসপাতালের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন এলাকার মানুষ ও পরিবারের লোকজন । এই ঘটনার পর থেকেই হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক প্রশ্নের মুখে হাসপাতাল । রোগীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী । দুপুরে ওয়ার্ডে থেকে বাথরুমে যাওয়ার নাম করে ওয়ার্ডের ওই পরিত্যক্ত ঘরে যান দিলীপবাবু । আসতে দেরি হচ্ছে দেখে তাঁর স্ত্রী খোঁজাখুঁজি শুরু করেন ৷ পরে দেখেন ওয়ার্ডের পাশের ঘরের মধ্যে পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন স্বামীকে।
আরও পড়ুন : দাবদাহে পুড়ছে দক্ষিণ, বজ্র, বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উত্তরে
তাঁর চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ । বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ ।