ETV Bharat / state

Didir Suraksha Kawach: বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিদির দূতের, পালটা তাঁকেই 'তোলাবাজ' বললেন বিজেপি নেতা

বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিলেন 'দিদির দূত' ! এই নিদান দিয়েছেন বাঁকুড়ার জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি কৌশিক বটব্যাল ৷ পালটা তাঁকে 'তোলাবাজ' বলে তোপ দাগলেন স্থানীয় বিজেপি নেতা নীরজ কুমার ৷

controversy over TMC Leader comment during Didir Suraksha Kawach Programme in Bankura
দিদির সুরক্ষা কবচ
author img

By

Published : Apr 8, 2023, 2:34 PM IST

তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

বাঁকুড়া, 8 এপ্রিল: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির প্রচারে এসে বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিলেন 'দিদির দূত' ! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি গ্রামে ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি কৌশিক বটব্যাল ৷ যদিও তাঁর দাবি, তিনি কাউকে ঝাঁটা মারার নিদান দেননি ৷ বরং 'এলাকার মা-বোনেরা'ই বলছেন, তাঁরা বিজেপিকে 'ঝাঁটা মেরে বিদায় করবেন' ! এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে পালটা কৌশিক বটব্যালকে 'তোলাবাজ' বলে তোপ দেগেছেন স্থানীয় বিজেপি নেতা নীরজ কুমার ৷

রাজ্যজুড়ে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চলছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলাগুলিতে সংগঠন পোক্ত করতে এবং মানুষের সমর্থন পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ কারণ, এই এলাকার বিধায়ক ও সাংসদ, দুই-ই বিজেপির ৷ ফলে ভোট মরশুমের ঠিক আগে মানুষের দোরে দোরে পৌঁছে যাচ্ছেন 'দিদির দূত'রা ৷ শুক্রবার জয়পুর ব্লকের বাড়ি বাড়ি ঘোরেন কৌশিক ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ তাঁদের অভাব, অভিযোগ মন দিয়ে শোনেন ৷ পাশে থাকার আশ্বাস দেন ৷ এবং সবশেষে বিজেপিকে ঝাঁটা মারারও নিদান দেন ! সেই মুহূর্তগুলির ভিডিয়ো ইটিভি ভারতের ক্যামেরাতেও ধরা পড়েছে ৷

পরে কৌশিককে এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপিকে ঝাঁটা মারার নিদান দেওয়ার কথা অস্বীকার করেন তিনি ৷ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের শাসনে এলাকার মানুষ অত্যন্ত খুশি ৷ তাঁদের অভিযোগ মূলত দু'টি ৷ প্রথমত, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন করেও ঘর পাননি তাঁরা ৷ এবং দ্বিতীয়ত, 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না তাঁরা ৷ এই দু'টি ঘটনার জন্যই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন কৌশিক ৷ তাঁর দাবি, এই দু'টি কারণেই এলাকার মা-বোনেরা বিজেপিকে 'মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর' বলছেন ! কিন্তু, তিনি কাউকে ঝাঁটা মারতে বলেননি !

আরও পড়ুন: দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নীরজ কুমারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কৌশিক বটব্যালের মতো মানুষ আদতে নেতা নন ! এঁরা সকলেই 'তোলাবাজ' ! নীরজের অভিযোগ, "তৃণমূলে যে যত বড় তোলাবাজ, সে তত বড় নেতা ! গত 11 বছরে তৃণমূল কংগ্রেস রাজ্য়ের মানুষকে কী দিয়েছে ? দিয়েছে কিছু কোটিপতি ৷ যিনি ঝাঁটা মারার কথা বলছেন, খোঁজ নিয়ে দেখুন, তিনিও কোটিপতি ! কীভাবে হলেন কোটিপতি ?" নীরজের ইঙ্গিত, কৌশিক আদতে দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাই যে কোনও দিন তাঁকেও পুলিশ বা সিবিআই তুলে নিয়ে যাবে ! তিনি এইসব বুঝতে পারছেন না, তাই ঝাঁটা মারার নিদান দিচ্ছেন !

তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

বাঁকুড়া, 8 এপ্রিল: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির প্রচারে এসে বিজেপিকে 'ঝাঁটা মারা'র নিদান দিলেন 'দিদির দূত' ! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি গ্রামে ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি কৌশিক বটব্যাল ৷ যদিও তাঁর দাবি, তিনি কাউকে ঝাঁটা মারার নিদান দেননি ৷ বরং 'এলাকার মা-বোনেরা'ই বলছেন, তাঁরা বিজেপিকে 'ঝাঁটা মেরে বিদায় করবেন' ! এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে পালটা কৌশিক বটব্যালকে 'তোলাবাজ' বলে তোপ দেগেছেন স্থানীয় বিজেপি নেতা নীরজ কুমার ৷

রাজ্যজুড়ে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চলছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলাগুলিতে সংগঠন পোক্ত করতে এবং মানুষের সমর্থন পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ কারণ, এই এলাকার বিধায়ক ও সাংসদ, দুই-ই বিজেপির ৷ ফলে ভোট মরশুমের ঠিক আগে মানুষের দোরে দোরে পৌঁছে যাচ্ছেন 'দিদির দূত'রা ৷ শুক্রবার জয়পুর ব্লকের বাড়ি বাড়ি ঘোরেন কৌশিক ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ তাঁদের অভাব, অভিযোগ মন দিয়ে শোনেন ৷ পাশে থাকার আশ্বাস দেন ৷ এবং সবশেষে বিজেপিকে ঝাঁটা মারারও নিদান দেন ! সেই মুহূর্তগুলির ভিডিয়ো ইটিভি ভারতের ক্যামেরাতেও ধরা পড়েছে ৷

পরে কৌশিককে এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপিকে ঝাঁটা মারার নিদান দেওয়ার কথা অস্বীকার করেন তিনি ৷ তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের শাসনে এলাকার মানুষ অত্যন্ত খুশি ৷ তাঁদের অভিযোগ মূলত দু'টি ৷ প্রথমত, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন করেও ঘর পাননি তাঁরা ৷ এবং দ্বিতীয়ত, 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না তাঁরা ৷ এই দু'টি ঘটনার জন্যই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন কৌশিক ৷ তাঁর দাবি, এই দু'টি কারণেই এলাকার মা-বোনেরা বিজেপিকে 'মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর' বলছেন ! কিন্তু, তিনি কাউকে ঝাঁটা মারতে বলেননি !

আরও পড়ুন: দিদির দূত কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিধায়ক

বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি নীরজ কুমারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কৌশিক বটব্যালের মতো মানুষ আদতে নেতা নন ! এঁরা সকলেই 'তোলাবাজ' ! নীরজের অভিযোগ, "তৃণমূলে যে যত বড় তোলাবাজ, সে তত বড় নেতা ! গত 11 বছরে তৃণমূল কংগ্রেস রাজ্য়ের মানুষকে কী দিয়েছে ? দিয়েছে কিছু কোটিপতি ৷ যিনি ঝাঁটা মারার কথা বলছেন, খোঁজ নিয়ে দেখুন, তিনিও কোটিপতি ! কীভাবে হলেন কোটিপতি ?" নীরজের ইঙ্গিত, কৌশিক আদতে দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাই যে কোনও দিন তাঁকেও পুলিশ বা সিবিআই তুলে নিয়ে যাবে ! তিনি এইসব বুঝতে পারছেন না, তাই ঝাঁটা মারার নিদান দিচ্ছেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.