বাঁকুড়া, 7 ডিসেম্বর: আগুনে ঝলসে দুই শবর শিশুকন্যার মৃত্যু হল বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় (Children burnt to death at Indus in Bankura)। মর্মান্তিক এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ইন্দাস থানার অন্তর্গত নাররা গ্রামে মৃত দুই শিশুকন্যার নাম পূর্ণিমা শবর (1) এবং সুস্মিতা শবর (3) ।
স্থানীয় সূত্রে খবর, ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত মাকড়ভোলা গ্রাম থেকে ধনঞ্জয় শবর নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও তিন শিশুসন্তানকে নিয়ে নাররা গ্রামে ধান কাটার কাজ করতে এসেছিলেন। গ্রামে মাঠের মধ্যেই একটি ঝুপড়ি বানিয়ে থেকে অন্যের জমিতে ধান কাটার কাজ করে ওই পরিবার। অন্যান্যদিনের মতো এদিনও ধনঞ্জয় শবর ও তার স্ত্রী রান্না-বান্না করে সন্তানদের খাইয়ে ধান কাটার কাজে বেরিয়ে পড়েছিলেন। বেলা দশটা নাগাদ খড়ের ছাউনি দেওয়া অস্থায়ী ঝুপড়িতে হঠাতই আগুন লেগে যায় ৷ দুই শিশুকন্যা সে সময় ঝুপড়ির ভিতরেই ঘুমোচ্ছিল ৷ নজরে আসতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
আরও পড়ুন: গোপনে বিয়ে করে অস্বীকার, স্ত্রীয়ের মর্যাদা পেতে পুলিশের দ্বারস্থ মহিলা
ততক্ষণে যদিও আগুনে ঝলসে গিয়েছে দুই শিশুকন্যার দেহ। ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মৃত দুই শিশুকন্যার পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে অন্যান্য শবর পরিবারগুলিতেও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ এবং বিষ্ণুপুর এসডিপিও কুতুবুদ্দিন খান। পুলিশ দুই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, উত্তর খুঁজছে ইন্দাস থানার পুলিশ ৷