বাঁকুড়া , 10 সেপ্টেম্বর : ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হল ছাত্রের ৷ বাঁকুড়ার জয়পুরের ঘটনা ৷ মৃত ছাত্রের নাম অভিজিৎ পান (14) ৷ স্কুলের হয়ে ফুটবল খেলত সে ৷
গতকাল আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগীতায় খেলতে নামে অভিজিৎ ৷ সেখানেই মাথায় আঘাত লাগে তার ৷ অভিজিৎকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ সেখান থেকে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷
আরও পড়ুন :মাঠেই মৃত্যু কিশোর ফুটবলারের
আজ অভিজিতের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । হাসপাতালে আসেন মন্ত্রী শ্যামল সাঁতরা । তিনি সমস্ত রকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন ৷