ETV Bharat / state

মেজিয়ায় দুই যুবকের দেহ উদ্ধার - রেললাইনে কাটা পড়ে মৃত যুবক

আজ সকালে রেললাইনে এক যুবকের দেহ উদ্ধার হয় । আর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেনাবাইদ জঙ্গলে ।

death
death
author img

By

Published : Aug 19, 2020, 6:23 PM IST

মেজিয়া, 19 অগাস্ট : দুই যুবকের দেহ উদ্ধার হল বাঁকুড়ার মেজিয়ায় । রেললাইন থেকে আজ সকালে উদ্ধার হয় অসীম বাউড়ি নামে বছর 26-এর এক যুবকের দেহ । এদিকে বেনাবাইদ জঙ্গলে গাছ থেকে প্রদীপ দাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

আজ সকালে বাড়ি থেকে বের হন মেজিয়ার কেন্দুট গ্রামের অসীম বাউড়ি (26) । দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা । অনেক খোঁজাখুঁজির পর DVC-র নিজস্ব রেললাইনের উপর ওই যুবকের দেহ উদ্ধার হয় । রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

এদিকে বেনাবাইদ জঙ্গলে একটি গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রদীপ দাসের (24) ঝুলন্ত দেহ উদ্ধার করে মেজিয়া থানার পুলিশ । পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই যুবক । মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ । মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

মেজিয়া, 19 অগাস্ট : দুই যুবকের দেহ উদ্ধার হল বাঁকুড়ার মেজিয়ায় । রেললাইন থেকে আজ সকালে উদ্ধার হয় অসীম বাউড়ি নামে বছর 26-এর এক যুবকের দেহ । এদিকে বেনাবাইদ জঙ্গলে গাছ থেকে প্রদীপ দাস নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।

আজ সকালে বাড়ি থেকে বের হন মেজিয়ার কেন্দুট গ্রামের অসীম বাউড়ি (26) । দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা । অনেক খোঁজাখুঁজির পর DVC-র নিজস্ব রেললাইনের উপর ওই যুবকের দেহ উদ্ধার হয় । রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

এদিকে বেনাবাইদ জঙ্গলে একটি গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রদীপ দাসের (24) ঝুলন্ত দেহ উদ্ধার করে মেজিয়া থানার পুলিশ । পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই যুবক । মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ । মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.