ETV Bharat / state

TMC Party Office তৃণমূলের দলীয় কার্যালয়ে রক্তের দাগ, তদন্ত শুরু পুলিশের

নির্মীয়মাণ তৃণমূল পার্টি অফিসে রক্তের দাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া বজাসোলে ৷ এ দিন সকালে স্থানীয়রা পার্টি অফিসের বাইরে রক্ত মাখা পায়ের ছাপ দেখতে পান (Blood Stain in TMC Party Office) ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

blood-stains-in-bankura-tmc-party-office
blood-stains-in-bankura-tmc-party-office
author img

By

Published : Aug 26, 2022, 9:18 AM IST

Updated : Aug 26, 2022, 10:02 AM IST

জয়পুর (বাঁকুড়া), 26 অগস্ট: তৃণমূলের নির্মীয়মাণ পার্টি অফিসে চাপ চাপ রক্তের দাগ (Blood Stain in TMC Party Office) ৷ সাত সকালের এই দৃশ্যে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া বজাসোলে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ ৷ কীভাবে তৃণমূলের পার্টি অফিসে এত রক্ত এল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, সকালে তৃণমূলের পার্টি অফিসের বাইরে রক্ত মাখা পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ আর সেই পায়ের ছাপ গিয়ে ঢুকেছে তৃণমূল পার্টি অফিসের ভিতরে ৷ ভিতরে গিয়ে তাঁরা দেখেন রক্তে মেঝে ভেসে যাচ্ছে ৷ খবর ছড়িয়ে পড়তেই সেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যায় ৷ জয়পুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ডাকা হয় ফরেন্সিক দলকেও ৷ তারা রক্তের নুমনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ৷ তবে, পুলিশ এ নিয়ে কোনও কথা বলতে চায়নি ৷

তৃণমূলের দলীয় কার্যালয়ে রক্তের দাগকে কেন্দ্র করে চাঞ্চল্য

এ বিষয়ে তৃণমূলের জয়পুর ব্লক হেতিয়া অঞ্চল সভাপতি জানান, আজ সকালে এই বিষয়টি শুনেছেন ৷ পার্টি অফিসে জানালা-দরজা না থাকায় কেউ বা কারা হয়তো সেখানে ঢুকেছিল ৷ তাঁর দাবি, কোনও প্রাণীকে অন্ধকারের মধ্যে সেখানে নিয়ে গিয়ে মারা বা কাটা হয়ে থাকতে পারে ৷ তবে, ঠিক কী ঘটেছিল, তা পুলিশ তদন্ত করে বলতে পারবে ৷

আরও পড়ুন: কীর্তনের আসর থেকে ডেকে এনে তৃণমূল কর্মীকে খুন, ধৃত বিজেপি কর্মী

যদিও পুরো বিষয়টিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে একহাত নিয়েছে বিজেপি ৷ স্থানীয় এক বিজেপি নেতার দাবি রাজ্যে ঘটে চলা খুন ও ধর্ষণের ঘটনা থেকেই স্পষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে । দলীয় কার্যালয়ে এভাবে রক্ত পড়ে থাকার ঘটনাও সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসে, সেই দাবি জানিয়েছে বিজেপি ৷ তবে, পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয়রা ৷

জয়পুর (বাঁকুড়া), 26 অগস্ট: তৃণমূলের নির্মীয়মাণ পার্টি অফিসে চাপ চাপ রক্তের দাগ (Blood Stain in TMC Party Office) ৷ সাত সকালের এই দৃশ্যে আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার জয়পুর ব্লকের হেতিয়া বজাসোলে ৷ ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ ৷ কীভাবে তৃণমূলের পার্টি অফিসে এত রক্ত এল তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে খবর, সকালে তৃণমূলের পার্টি অফিসের বাইরে রক্ত মাখা পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা ৷ আর সেই পায়ের ছাপ গিয়ে ঢুকেছে তৃণমূল পার্টি অফিসের ভিতরে ৷ ভিতরে গিয়ে তাঁরা দেখেন রক্তে মেঝে ভেসে যাচ্ছে ৷ খবর ছড়িয়ে পড়তেই সেখানে প্রচুর মানুষের ভিড় হয়ে যায় ৷ জয়পুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ ডাকা হয় ফরেন্সিক দলকেও ৷ তারা রক্তের নুমনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে ৷ তবে, পুলিশ এ নিয়ে কোনও কথা বলতে চায়নি ৷

তৃণমূলের দলীয় কার্যালয়ে রক্তের দাগকে কেন্দ্র করে চাঞ্চল্য

এ বিষয়ে তৃণমূলের জয়পুর ব্লক হেতিয়া অঞ্চল সভাপতি জানান, আজ সকালে এই বিষয়টি শুনেছেন ৷ পার্টি অফিসে জানালা-দরজা না থাকায় কেউ বা কারা হয়তো সেখানে ঢুকেছিল ৷ তাঁর দাবি, কোনও প্রাণীকে অন্ধকারের মধ্যে সেখানে নিয়ে গিয়ে মারা বা কাটা হয়ে থাকতে পারে ৷ তবে, ঠিক কী ঘটেছিল, তা পুলিশ তদন্ত করে বলতে পারবে ৷

আরও পড়ুন: কীর্তনের আসর থেকে ডেকে এনে তৃণমূল কর্মীকে খুন, ধৃত বিজেপি কর্মী

যদিও পুরো বিষয়টিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে একহাত নিয়েছে বিজেপি ৷ স্থানীয় এক বিজেপি নেতার দাবি রাজ্যে ঘটে চলা খুন ও ধর্ষণের ঘটনা থেকেই স্পষ্ট আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে । দলীয় কার্যালয়ে এভাবে রক্ত পড়ে থাকার ঘটনাও সেই ইঙ্গিতই দিচ্ছে ৷ পুলিশ যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসে, সেই দাবি জানিয়েছে বিজেপি ৷ তবে, পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ কে বা কারা এই ঘটনা ঘটাল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয়রা ৷

Last Updated : Aug 26, 2022, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.