বিষ্ণুপুর (বাঁকুড়া), 29 অগাস্ট : প্রতারণার মামলায় জামিন পেলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ । বিষ্ণুপুর ACJM আদালতে আজ 20 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি ।
সমবায় সমিতি ও স্কুলকে সাংসদ তহবিলের টাকা পাইয়ে দেওয়ার বদলে টাকা চাওয়ার অভিযোগ ওঠে সৌমিত্র খানের বিরুদ্ধে । এই মর্মে চলতি বছরের 17 মার্চ জয়পুর থানায় মামলা রুজু করেন জনৈক সফিকুল মল্লিক । হাইকোর্টে এই মামলায় জামিন পেলেও বিষ্ণুপুর ACJM আদালত তাঁকে হাজিরার নির্দেশ দেয় । আজ আদালতে হাজিরা দেন তিনি । 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সৌমিত্র ।
সৌমিত্র বলেন, "আমরা আইন প্রণেতা । তাই হাইকোর্টের নির্দেশ মেনেই জামিন নিতে এসেছিলাম ।"