ETV Bharat / state

প্রতারণার মামলায় জামিন সাংসদ সৌমিত্রর - BISHNUPUR

বিষ্ণুপুর ACJM আদালতে আজ জামিন পেলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ । 20 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি ।

সৌমিত্র খাঁ
author img

By

Published : Aug 29, 2019, 7:17 PM IST

Updated : Aug 29, 2019, 7:53 PM IST

বিষ্ণুপুর (বাঁকুড়া), 29 অগাস্ট : প্রতারণার মামলায় জামিন পেলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ । বিষ্ণুপুর ACJM আদালতে আজ 20 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি ।

সমবায় সমিতি ও স্কুলকে সাংসদ তহবিলের টাকা পাইয়ে দেওয়ার বদলে টাকা চাওয়ার অভিযোগ ওঠে সৌমিত্র খানের বিরুদ্ধে । এই মর্মে চলতি বছরের 17 মার্চ জয়পুর থানায় মামলা রুজু করেন জনৈক সফিকুল মল্লিক । হাইকোর্টে এই মামলায় জামিন পেলেও বিষ্ণুপুর ACJM আদালত তাঁকে হাজিরার নির্দেশ দেয় । আজ আদালতে হাজিরা দেন তিনি । 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সৌমিত্র ।

সৌমিত্র খাঁ-এর বক্তব্য

সৌমিত্র বলেন, "আমরা আইন প্রণেতা । তাই হাইকোর্টের নির্দেশ মেনেই জামিন নিতে এসেছিলাম ।"

বিষ্ণুপুর (বাঁকুড়া), 29 অগাস্ট : প্রতারণার মামলায় জামিন পেলেন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ । বিষ্ণুপুর ACJM আদালতে আজ 20 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি ।

সমবায় সমিতি ও স্কুলকে সাংসদ তহবিলের টাকা পাইয়ে দেওয়ার বদলে টাকা চাওয়ার অভিযোগ ওঠে সৌমিত্র খানের বিরুদ্ধে । এই মর্মে চলতি বছরের 17 মার্চ জয়পুর থানায় মামলা রুজু করেন জনৈক সফিকুল মল্লিক । হাইকোর্টে এই মামলায় জামিন পেলেও বিষ্ণুপুর ACJM আদালত তাঁকে হাজিরার নির্দেশ দেয় । আজ আদালতে হাজিরা দেন তিনি । 20 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সৌমিত্র ।

সৌমিত্র খাঁ-এর বক্তব্য

সৌমিত্র বলেন, "আমরা আইন প্রণেতা । তাই হাইকোর্টের নির্দেশ মেনেই জামিন নিতে এসেছিলাম ।"

Intro:প্রতারণা মামলায় জামিন পেলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার বিষ্ণুপুর এসিজেএম আদালতে এদিন সাংসদ নিজে এসে হাজিরা দেন। জয়পুর থানায় জনৈক সফিকুল মল্লিকের করা মামলায় এদিন তিনি কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বণ্ডে এই জামিন পান।Body: উল্লেখ্য, এর আগেই কলকাতা হাইকোর্ট এই মামলায় সাংসদ সৌমিত্র খাঁ-কে আগাম জামিন দিলেও নিম্ন আদালতে হাজিরা দিয়ে ফের জামিন নেওয়ার নির্দেশ দেয়। সেই মোতাবেক এদিন তিনি বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির হন বলে জানা গেছে।Conclusion:পরে এদিন সাংসদ সৌমিত্র খাঁ আদালতে সম্মান জানিয়ে বলেন, আমরা আইন প্রণেতা, তাই হাইকোর্ট এর নির্দেশ মেনেই এখানে জামিন নিতে এসেছিলাম।


বাইট:
১) মনোদীপ্ত চৌধুরী। (আইনজীবি)
২) সৌমিত্র খাঁ। (সাংসদ)
Last Updated : Aug 29, 2019, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.