ETV Bharat / state

কার্ড থাকা সত্ত্বেও ভোট দেওয়া হল না, অভিযোগ বাঁকুড়ার তাজপুরে - অভিযোগ বাঁকুড়ার তাজপুরে

বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার তাজপুর 68 নম্বর বুথের ঘটনা ৷

tajpur-bankura-voters-could-not-vote-despite-having-voter-cards
tajpur-bankura-voters-could-not-vote-despite-having-voter-cards
author img

By

Published : Apr 1, 2021, 10:02 AM IST

বাঁকুড়া, 1 এপ্রিল : সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট দিতে না পেরে ফিরে গেলেন ভোটাররা । এমনই অভিযোগ উঠল বাঁকুড়ার তাজপুরে ।

বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার তাজপুর 68 নম্বর বুথের ঘটনা ৷ সেখানে ভোট দিতে না পেরে ফিরে বাড়ি গেলেন বেশ কয়েকজন ভোটার । যাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও বৃদ্ধা ৷ অভিযোগ, তাঁদের কাছে ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে দেওয়া হয়নি । যেহেতু তাঁদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া স্লিপ নেই, তাই ফিরিয়ে দেওয়া হয় ।

ভোট দিতে পারলেন না ভোটাররা...

আরও পড়ুন: পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

ভোট দিতে না পেরে ভোটকেন্দ্রের বাইরে বসে পড়েন বেশ কয়েকজন ভোটার ।

বাঁকুড়া, 1 এপ্রিল : সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট দিতে না পেরে ফিরে গেলেন ভোটাররা । এমনই অভিযোগ উঠল বাঁকুড়ার তাজপুরে ।

বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার তাজপুর 68 নম্বর বুথের ঘটনা ৷ সেখানে ভোট দিতে না পেরে ফিরে বাড়ি গেলেন বেশ কয়েকজন ভোটার । যাঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও বৃদ্ধা ৷ অভিযোগ, তাঁদের কাছে ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে দেওয়া হয়নি । যেহেতু তাঁদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া স্লিপ নেই, তাই ফিরিয়ে দেওয়া হয় ।

ভোট দিতে পারলেন না ভোটাররা...

আরও পড়ুন: পূর্ব ভেকুটিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

ভোট দিতে না পেরে ভোটকেন্দ্রের বাইরে বসে পড়েন বেশ কয়েকজন ভোটার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.