বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ যার মধ্যে রয়েছে বাঁকুড়া পৌরসভাও ৷ এই পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন রূপেন লোহার (News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura) ৷ কিন্তু, তিনি আর দশজন প্রার্থীর মতো নন ৷ রূপেন লোহার পেশায় সংবাদপত্র বিক্রেতা ৷ রোজ ভোরে ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর কাজ ৷ আর এই পেপার বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী হওয়া তাঁর জীবন আমূল বদলে দিয়েছে ৷
বিজেপির প্রার্থী হলেও, নিজের দায়িত্ব ভোলেননি রূপেন লোহার ৷ রোজ সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন তিনি ৷ তার পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েন প্রচারে ৷ বাঁকুড়া পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রূপেন লোহার দিনভর প্রচার করছেন ৷ আর তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থীর হয়ে তৃণমূলের তাবড় নেতারা এসে প্রচার করছেন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী লড়াই কতটা সামঞ্জস্যপূর্ণ হবে ? যে প্রশ্নের উত্তরে রূপেনবাবু জানান, সততা এবং মানুষের ভালবাসাই নির্বাচনের ময়দানে তাঁর প্রধান হাতিয়ার ৷
যেখানে তৃণমূলের প্রার্থী লোকজন নিয়ে জাঁকজমকের সঙ্গে প্রচার করছেন ৷ সেখানে রূপেন লোহার গুটি কয়েক লোকজন নিয়ে পায়ে হেঁটে ভোটের প্রচার সারছেন ৷ তবে, তাঁর প্রচারের সঙ্গীরা সবাই দিনমজুরের কাজ করেন ৷ তাই দিনের শেষে যতটা সম্ভব 22নং ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করছেন ৷
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আদিবাসী নৃত্য, ধামসা-মাদলের ছন্দে পৌর প্রচার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর
গত 2018 সালের এপ্রিল মাসে এক পথদুর্ঘটনায় রূপেন লোহার তাঁর একমাত্র ছেলেকে হারান ৷ সেই দুঃখকে সঙ্গী করেই বিজেপির প্রতি ভালবাসাকে সম্বল করে হাসিমুখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বছর পঞ্চান্নর মানুষটি ৷ তিনি জানিয়েছেন, 12 মাসই তিনি তাঁর কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন ৷ তাই বিজেপির প্রার্থী হিসেবে মানুষের সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী রূপেনবাবু ৷