ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : সংবাদপত্র বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী, উত্থানেও মাটি আঁকড়ে বাঁকুড়ার রূপেন লোহার - বাঁকুড়ার বিজেপি প্রার্থী রূপেন লোহার

বাঁকুড়া পৌরসভার 22নং ওয়ার্ডের বাসিন্দা 55 বছরের রূপেন লোহার (Bengal Civic Polls 2022) ৷ পেশায় তিনি সংবাদপত্র বিক্রেতা ৷ সেখান থেকে আজ তাঁর আরও একটি পরিচয় ৷ আসন্ন পৌরভোটে বিজেপির হয়ে নিজের ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি (News Paper Seller Rupen Lohar Becomes BJP Candidate in Bankura) ৷

Bengal Civic Polls 2022 News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura
Bengal Civic Polls 2022 News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura
author img

By

Published : Feb 21, 2022, 5:17 PM IST

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ যার মধ্যে রয়েছে বাঁকুড়া পৌরসভাও ৷ এই পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন রূপেন লোহার (News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura) ৷ কিন্তু, তিনি আর দশজন প্রার্থীর মতো নন ৷ রূপেন লোহার পেশায় সংবাদপত্র বিক্রেতা ৷ রোজ ভোরে ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর কাজ ৷ আর এই পেপার বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী হওয়া তাঁর জীবন আমূল বদলে দিয়েছে ৷

বিজেপির প্রার্থী হলেও, নিজের দায়িত্ব ভোলেননি রূপেন লোহার ৷ রোজ সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন তিনি ৷ তার পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েন প্রচারে ৷ বাঁকুড়া পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রূপেন লোহার দিনভর প্রচার করছেন ৷ আর তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থীর হয়ে তৃণমূলের তাবড় নেতারা এসে প্রচার করছেন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী লড়াই কতটা সামঞ্জস্যপূর্ণ হবে ? যে প্রশ্নের উত্তরে রূপেনবাবু জানান, সততা এবং মানুষের ভালবাসাই নির্বাচনের ময়দানে তাঁর প্রধান হাতিয়ার ৷

যেখানে তৃণমূলের প্রার্থী লোকজন নিয়ে জাঁকজমকের সঙ্গে প্রচার করছেন ৷ সেখানে রূপেন লোহার গুটি কয়েক লোকজন নিয়ে পায়ে হেঁটে ভোটের প্রচার সারছেন ৷ তবে, তাঁর প্রচারের সঙ্গীরা সবাই দিনমজুরের কাজ করেন ৷ তাই দিনের শেষে যতটা সম্ভব 22নং ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করছেন ৷

সংবাদপত্র বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী বাঁকুড়ার রূপেন লোহার

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আদিবাসী নৃত্য, ধামসা-মাদলের ছন্দে পৌর প্রচার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর

গত 2018 সালের এপ্রিল মাসে এক পথদুর্ঘটনায় রূপেন লোহার তাঁর একমাত্র ছেলেকে হারান ৷ সেই দুঃখকে সঙ্গী করেই বিজেপির প্রতি ভালবাসাকে সম্বল করে হাসিমুখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বছর পঞ্চান্নর মানুষটি ৷ তিনি জানিয়েছেন, 12 মাসই তিনি তাঁর কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন ৷ তাই বিজেপির প্রার্থী হিসেবে মানুষের সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী রূপেনবাবু ৷

বাঁকুড়া, 21 ফেব্রুয়ারি : 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন (Bengal Civic Polls 2022) ৷ যার মধ্যে রয়েছে বাঁকুড়া পৌরসভাও ৷ এই পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন রূপেন লোহার (News Paper Seller Rupen Lohar Become BJP Candidate in Bankura) ৷ কিন্তু, তিনি আর দশজন প্রার্থীর মতো নন ৷ রূপেন লোহার পেশায় সংবাদপত্র বিক্রেতা ৷ রোজ ভোরে ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়া তাঁর কাজ ৷ আর এই পেপার বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী হওয়া তাঁর জীবন আমূল বদলে দিয়েছে ৷

বিজেপির প্রার্থী হলেও, নিজের দায়িত্ব ভোলেননি রূপেন লোহার ৷ রোজ সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেন তিনি ৷ তার পর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েন প্রচারে ৷ বাঁকুড়া পৌরসভার 22নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রূপেন লোহার দিনভর প্রচার করছেন ৷ আর তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থীর হয়ে তৃণমূলের তাবড় নেতারা এসে প্রচার করছেন ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী লড়াই কতটা সামঞ্জস্যপূর্ণ হবে ? যে প্রশ্নের উত্তরে রূপেনবাবু জানান, সততা এবং মানুষের ভালবাসাই নির্বাচনের ময়দানে তাঁর প্রধান হাতিয়ার ৷

যেখানে তৃণমূলের প্রার্থী লোকজন নিয়ে জাঁকজমকের সঙ্গে প্রচার করছেন ৷ সেখানে রূপেন লোহার গুটি কয়েক লোকজন নিয়ে পায়ে হেঁটে ভোটের প্রচার সারছেন ৷ তবে, তাঁর প্রচারের সঙ্গীরা সবাই দিনমজুরের কাজ করেন ৷ তাই দিনের শেষে যতটা সম্ভব 22নং ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করছেন ৷

সংবাদপত্র বিক্রেতা থেকে বিজেপির প্রার্থী বাঁকুড়ার রূপেন লোহার

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : আদিবাসী নৃত্য, ধামসা-মাদলের ছন্দে পৌর প্রচার বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর

গত 2018 সালের এপ্রিল মাসে এক পথদুর্ঘটনায় রূপেন লোহার তাঁর একমাত্র ছেলেকে হারান ৷ সেই দুঃখকে সঙ্গী করেই বিজেপির প্রতি ভালবাসাকে সম্বল করে হাসিমুখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বছর পঞ্চান্নর মানুষটি ৷ তিনি জানিয়েছেন, 12 মাসই তিনি তাঁর কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন ৷ তাই বিজেপির প্রার্থী হিসেবে মানুষের সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী রূপেনবাবু ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.