বাঁকুড়া, 13 নভেম্বর: রাজনৈতিক হিংসা, চুরি-ডাকাতি বা নারী নির্যাতন, প্রায়ই এমনসব খবরে ভরে থাকে সংবাদমাধ্যম ৷ তা পশ্চিমবঙ্গ হোক বা দেশের অন্য কোনও রাজ্য ৷ কিন্তু, এই রাজ্যে এমনও কিছু গ্রাম রয়েছে, যেখানে গত 7 বছরে আইন-শৃঙ্খলা ইস্যুতে পুলিশের পা-পড়েনি ৷ বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের এমনই পাঁচটি গ্রামকে 'শান্তিগ্রাম' সম্মান দিল জেলাপুলিশ ৷ রবিবার পাত্রসায়র থানার মাঠে ওই পাঁচটি গ্রামের সম্মানীয় ব্যক্তিদের হাতে সেই পুরস্কার তুলে দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি ৷
বাঁকুড়া জেলা পুলিশের রেকর্ড অনুযায়ী, পাত্রসায়র ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচটি গ্রামে 2016 সালের পর থেকে এই গ্রামে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেনি ৷ রাজনৈতিক হিংসা ও অসামাজিক ঘটনার জন্য গ্রামগুলিতে পুলিশকে যেতে হয়নি ৷ তাই অপরাধমুক্ত সমাজ কেমন হওয়া উচিত, তার উদাহরণ হিসেবে তুলে ধরা এবং উৎসাহ প্রদানের জন্য পাত্রসায়রের ওই গ্রামগুলিকে 'শান্তিগ্রাম' সম্মান দিয়েছে পুলিশ প্রশাসন ৷
পাত্রসায়র ব্লকের সেই গ্রামগুলি হল, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্যারোলডাঙা ও জলজলা গ্রাম ৷ পাত্রসায়ের গ্রাম পঞ্চায়েতের বাংলারডাঙা ৷ বিউর-বেতুর পঞ্চায়েতের সৈয়দপুর ৷ বেলুট-রসুলপুর গ্রাম পঞ্চায়েতের ভেটিয়া গ্রামে গত সাতবছরে একটিও অপরাধ ও অশান্তির ঘটনার অভিযোগ থানায় নথিভুক্ত হয়নি ৷
এ নিয়ে বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘এই গ্রামগুলির মানুষ অত্যন্ত ভদ্র এবং সরল মানসিকতার ৷ তাঁরা সবসময় পুলিশের সঙ্গে সহযোগিতা করে চলেন ৷ পুলিশকে ওই গ্রামগুলিতে সবসময় যেতে হয় না ৷ এই ধরনের গ্রামগুলি আমরা উদারহণ হিসেবে তুলে ধরতে চাই ৷ আজ এই ধরনের গ্রামগুলিকে চিহ্নিত করে তাদের সম্মানিত করা হল ৷ এই গ্রামগুলিকে দেখে আশেপাশের গ্রামগুলিও অনুপ্রাণিত হবে ৷’’
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্যারোলডাঙা গ্রামের কালীচরণ বাগদী বলেন, ‘‘এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ৷ সারা বছর গ্রামের সকলে আমরা মিলেমিশে থাকি ৷ চাইব আগামী দিনে আশেপাশের গ্রামের মানুষরাও তাদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক ৷’’
আরও পড়ুন: