ETV Bharat / state

Bankura: রেশন কার্ডে পদবি 'কুত্তা', ঘেউ ঘেউ করে প্রশাসনে অভিযোগ বাঁকুড়ার শ্রীকান্তির

রেশন কার্ডে (Ration Card) পদবির জায়গায় লেখা কুত্তা ৷ বাঁকুড়ার শ্রীকান্তির আসল পদবি অবশ্য দত্ত ৷ সংশোধন করার জন্য তাই কথায় নয়, ঘেউ ঘেউ করেই প্রশাসনে অভিযোগ জানালেন তিনি ৷

bankura-man-projects-himself-as-a-dog-to-correct-his-surname-on-his-ration-card
Bankura: রেশন কার্ডে পদবি লেখা কুত্তা, ঘেউ ঘেউ করে প্রশাসনে অভিযোগ বাঁকুড়ার শ্রীকান্তির
author img

By

Published : Nov 19, 2022, 9:16 PM IST

Updated : Nov 19, 2022, 9:25 PM IST

বাঁকুড়া, 19 নভেম্বর: নাম- শ্রীকান্তিকুমার দত্ত ৷ কিন্তু রেশন কার্ডে (Ration Card) দত্ত বদলে গিয়ে হয়ে গিয়েছে শ্রীকান্তিকুমার ‘কুত্তা’ ৷ সেই ভুল সংশোধন করাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল বাঁকুড়ার শ্রীকান্তি ৷ কারণ, তিনি একটাও কথা বলেননি ৷ বরং দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে কুকুরের মতো ঘেউ ঘেউ করে বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র পিছুপিছু ঘুরলেন কিছুক্ষণ ৷ তার পর হাতে তুলে দিলেন তাঁর নথি ৷

bankura-man-projects-himself-as-a-dog-to-correct-his-surname-on-his-ration-card
শ্রীকান্তিকুমার দত্তর রেশন কার্ডে ভুল তথ্যের নথি

2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ভোটে জিতে আসার পর তিনি জানান, বছরে তিনবার করে হবে এই শিবির ৷ চলতি মাসে এই বছরের তৃতীয় শিবির চলছে বিভিন্ন জেলায় ৷ বাঁকুড়া-2 ব্লকেও চলছে এই শিবির ৷ সেখানেই রেশন কার্ডে পদবি সংশোধন করতে আসেন স্থানীয় কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তিকুমার দত্ত ৷

bankura-man-projects-himself-as-a-dog-to-correct-his-surname-on-his-ration-card
শ্রীকান্তিকুমার দত্তর রেশন কার্ডে ভুল তথ্যের নথি

তাঁর অভিযোগ, রেশন কার্ডের নাম নিয়ে তিনি কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন ৷ কারণ, প্রথমেই ভুল পদবি এসেছিল ৷ তার পর যতবার সংশোধন করাতে গিয়েছেন, ততবারই কিছু না-কিছু ভুল হয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, প্রথমবার তাঁর পদবি দত্তর বদলে করে দেওয়া হয় মণ্ডল ৷ দুয়ারে সরকারের শিবিরে গিয়ে তিনি তা সংশোধন করান ৷ সংশোধিত রেশন কার্ড হাতে পান ৷ সেখানে আবার দেখা যায় তাঁর নাম হয়ে গিয়েছে শ্রীকান্ত ৷

রেশন কার্ডে পদবি লেখা কুত্তা, ঘেউ ঘেউ করে প্রশাসনে অভিযোগ বাঁকুড়ার শ্রীকান্তির

তাই আবার তিনি সংশোধনের আবেদন করেন ৷ কিন্তু এবার ভুলের সীমা কার্যত সবকিছু পেরিয়ে যায় ৷ দত্তর বদলে তাঁর পদবি লেখা কুত্তা ৷ যা দেখে তিনি রীতিমতো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন শ্রীকান্তি ৷ তাই দুয়ারে সরকারের শিবিরে আবার যান সংশোধনের জন্য ৷ আর সেখানেই তিনি বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র মুখোমুখি পড়ে যান ৷

আর তার পর কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে নিজের অভিযোগ জানাতে থাকেন ৷ সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ তাঁর রেশন কার্ড সংশোধনের আবেদন জমা পড়ে আবার ৷ তবে এখনও তিনি চিন্তায় রয়েছেন, যে এবারও ঠিক হবে কি না !

আরও পড়ুন: রেশনে 'প্লাস্টিক চাল'! পুষ্টিকর বলে অভিযোগ ওড়ালেন ব্লক আধিকারিকরা

বাঁকুড়া, 19 নভেম্বর: নাম- শ্রীকান্তিকুমার দত্ত ৷ কিন্তু রেশন কার্ডে (Ration Card) দত্ত বদলে গিয়ে হয়ে গিয়েছে শ্রীকান্তিকুমার ‘কুত্তা’ ৷ সেই ভুল সংশোধন করাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল বাঁকুড়ার শ্রীকান্তি ৷ কারণ, তিনি একটাও কথা বলেননি ৷ বরং দুয়ারে সরকারের (Duare Sarkar) ক্যাম্পে কুকুরের মতো ঘেউ ঘেউ করে বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র পিছুপিছু ঘুরলেন কিছুক্ষণ ৷ তার পর হাতে তুলে দিলেন তাঁর নথি ৷

bankura-man-projects-himself-as-a-dog-to-correct-his-surname-on-his-ration-card
শ্রীকান্তিকুমার দত্তর রেশন কার্ডে ভুল তথ্যের নথি

2021 সালের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে দুয়ারে সরকার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ভোটে জিতে আসার পর তিনি জানান, বছরে তিনবার করে হবে এই শিবির ৷ চলতি মাসে এই বছরের তৃতীয় শিবির চলছে বিভিন্ন জেলায় ৷ বাঁকুড়া-2 ব্লকেও চলছে এই শিবির ৷ সেখানেই রেশন কার্ডে পদবি সংশোধন করতে আসেন স্থানীয় কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তিকুমার দত্ত ৷

bankura-man-projects-himself-as-a-dog-to-correct-his-surname-on-his-ration-card
শ্রীকান্তিকুমার দত্তর রেশন কার্ডে ভুল তথ্যের নথি

তাঁর অভিযোগ, রেশন কার্ডের নাম নিয়ে তিনি কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন ৷ কারণ, প্রথমেই ভুল পদবি এসেছিল ৷ তার পর যতবার সংশোধন করাতে গিয়েছেন, ততবারই কিছু না-কিছু ভুল হয়ে গিয়েছে ৷ তাঁর দাবি, প্রথমবার তাঁর পদবি দত্তর বদলে করে দেওয়া হয় মণ্ডল ৷ দুয়ারে সরকারের শিবিরে গিয়ে তিনি তা সংশোধন করান ৷ সংশোধিত রেশন কার্ড হাতে পান ৷ সেখানে আবার দেখা যায় তাঁর নাম হয়ে গিয়েছে শ্রীকান্ত ৷

রেশন কার্ডে পদবি লেখা কুত্তা, ঘেউ ঘেউ করে প্রশাসনে অভিযোগ বাঁকুড়ার শ্রীকান্তির

তাই আবার তিনি সংশোধনের আবেদন করেন ৷ কিন্তু এবার ভুলের সীমা কার্যত সবকিছু পেরিয়ে যায় ৷ দত্তর বদলে তাঁর পদবি লেখা কুত্তা ৷ যা দেখে তিনি রীতিমতো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন বলে জানিয়েছেন শ্রীকান্তি ৷ তাই দুয়ারে সরকারের শিবিরে আবার যান সংশোধনের জন্য ৷ আর সেখানেই তিনি বাঁকুড়া-2 ব্লকের জয়েন্ট বিডিও-র মুখোমুখি পড়ে যান ৷

আর তার পর কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে নিজের অভিযোগ জানাতে থাকেন ৷ সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ তাঁর রেশন কার্ড সংশোধনের আবেদন জমা পড়ে আবার ৷ তবে এখনও তিনি চিন্তায় রয়েছেন, যে এবারও ঠিক হবে কি না !

আরও পড়ুন: রেশনে 'প্লাস্টিক চাল'! পুষ্টিকর বলে অভিযোগ ওড়ালেন ব্লক আধিকারিকরা

Last Updated : Nov 19, 2022, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.