ETV Bharat / state

Honeytrap: হানিট্র্যাপে পড়ে তথ্য পাচারের অভিযোগ, গ্রেফতার বাঁকুড়ার জওয়ান - Honeytrap

ছুটি কাটাতে এসে তথ্য পাচারের অভিযোগ বাঁকুড়ার বাসিন্দা এক জওয়ানের বিরুদ্ধে ৷ জয়পুরে কর্মস্থলে ডেকে তাঁকে গ্রেফতার করল আধিকারিকরা (Honeytrap)৷

bankura jawan
হানিট্র্যাপে পড়ে তথ্য পাচারের অভিযোগ
author img

By

Published : Jul 28, 2022, 7:15 PM IST

বাঁকুড়া, 28 জুলাই: হানিট্র‍্যাপে পড়ে সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার কাঞ্চনপুরের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান শান্তিময় রানা(Bankura jawan arrested on charges of information smuggling)। তিনি রাজস্থানের জয়পুরে পোস্টিং ছিলেন বলে পরিবার সূত্রে খবর ।

2018 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বাঁকুড়া জেলার কাঞ্চনপুরের বাসিন্দা বছর চব্বিশের শান্তিময় রানা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক নারী এজেন্টের হানিট্র‍্যাপে পড়ে, সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য এবং ভিডিয়ো তিনি শেয়ার করেন ৷ সেনাবাহিনীর বিভিন্ন কৌশল গোপন দূতের কাছে পাঠানোর অভিযোগে সিআইডির বিশেষ একটি দল তাঁকে রাজস্থানেই গ্রেফতার করে ।

আরও পড়ুন : মধুচক্রের ফাঁদ, কলকাতায় গোয়েন্দা কর্তা পরিচয়ে তোলাবাজিতে ধৃত 4

শান্তিময় এবং তাঁর দাদা দুজনেই সেনাবাহিনীতে কর্তব্যরত । কিছুদিন আগে তাঁরা দুইভাই বাড়িতে আসে ৷ দাদার ছুটি শেষ না হওয়াতে তিনি বাড়িতেই ছিলেন ৷ কিন্তু ভাইয়ের এই কর্মকান্ডের জন্য তাঁকে ডেকে পাঠানো কর্মস্থল জয়পুরে । শান্তিময়ের মা জানান, অনেক কষ্টে অভাবের মধ্যে দুই ছেলেকে মানুষ করেছি ৷ ছেলেকে ফাসানো হয়েছে ।

হানিট্র্যাপে গ্রেফতার হওয়া জওয়ানের বৌদির প্রতিক্রিয়া

শান্তিময়ে বৌদি সোমা রানা জানান, ভাইকে ফাসানো হয়েছে ৷ সে এই ধরনের কর্মকান্ডে যুক্ত নয় । ও বলছিল সেনা ছাউনির রাঁধুনির পরিচয়ে কেউ ফোন করেছিল ৷ তারপরই এইসব ৷ আমরা জানি না কীভাবে এসব হল ৷

আরও পড়ুন : ফেসবুকে হানি ট্র্যাপ মালদার দুই যুবকের, ধৃত এক, আত্মঘাতী আরও জন

বাঁকুড়া, 28 জুলাই: হানিট্র‍্যাপে পড়ে সেনার গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার কাঞ্চনপুরের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান শান্তিময় রানা(Bankura jawan arrested on charges of information smuggling)। তিনি রাজস্থানের জয়পুরে পোস্টিং ছিলেন বলে পরিবার সূত্রে খবর ।

2018 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বাঁকুড়া জেলার কাঞ্চনপুরের বাসিন্দা বছর চব্বিশের শান্তিময় রানা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক নারী এজেন্টের হানিট্র‍্যাপে পড়ে, সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য এবং ভিডিয়ো তিনি শেয়ার করেন ৷ সেনাবাহিনীর বিভিন্ন কৌশল গোপন দূতের কাছে পাঠানোর অভিযোগে সিআইডির বিশেষ একটি দল তাঁকে রাজস্থানেই গ্রেফতার করে ।

আরও পড়ুন : মধুচক্রের ফাঁদ, কলকাতায় গোয়েন্দা কর্তা পরিচয়ে তোলাবাজিতে ধৃত 4

শান্তিময় এবং তাঁর দাদা দুজনেই সেনাবাহিনীতে কর্তব্যরত । কিছুদিন আগে তাঁরা দুইভাই বাড়িতে আসে ৷ দাদার ছুটি শেষ না হওয়াতে তিনি বাড়িতেই ছিলেন ৷ কিন্তু ভাইয়ের এই কর্মকান্ডের জন্য তাঁকে ডেকে পাঠানো কর্মস্থল জয়পুরে । শান্তিময়ের মা জানান, অনেক কষ্টে অভাবের মধ্যে দুই ছেলেকে মানুষ করেছি ৷ ছেলেকে ফাসানো হয়েছে ।

হানিট্র্যাপে গ্রেফতার হওয়া জওয়ানের বৌদির প্রতিক্রিয়া

শান্তিময়ে বৌদি সোমা রানা জানান, ভাইকে ফাসানো হয়েছে ৷ সে এই ধরনের কর্মকান্ডে যুক্ত নয় । ও বলছিল সেনা ছাউনির রাঁধুনির পরিচয়ে কেউ ফোন করেছিল ৷ তারপরই এইসব ৷ আমরা জানি না কীভাবে এসব হল ৷

আরও পড়ুন : ফেসবুকে হানি ট্র্যাপ মালদার দুই যুবকের, ধৃত এক, আত্মঘাতী আরও জন

For All Latest Updates

TAGGED:

Honeytrap
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.