বিষ্ণুপুর, 4 অগাস্ট : হাসপাতালের ফিভার ক্লিনিকে দীর্ঘক্ষণ পড়ে থাকতে হল অসুস্থ ব্যক্তিকে ৷ ওই ব্যক্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনওরকম সাহায্য করা হয়নি বলে অভিযোগ ৷ যদিও পরে হাসপাতালে ভরতি করা হয় ওই ব্যক্তিকে ৷
আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের লোকপুরের ফিভার ক্লিনিক চত্বরে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ ফিভার ক্লিনিক চত্বরে ওইভাবে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রথমে তাঁকে মৃত বলে ভাবে স্থানীয়রা ৷ একইসঙ্গে আতঙ্কিতও হয়ে পড়ে ৷ স্থানীয়রা পুরো বিষয়টা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের জানান ৷ তাদের কাছে দেহটিকে তুলে নিয়ে যাওয়ার অনুরোধ করেন ৷ কিন্তু স্থানীয়দের এই অনুরোধ পূরণ করতে অস্বীকার করেন চিকিৎসকরা ৷ বাধ্য হয়ে স্থানীয়রা বিষয়টি বাঁকুড়া সদর থানায় জানায় ৷
অন্যদিকে এলাকারই এক যুবক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের স্বাস্থ্যকর্মী ৷ বিষয়টি তাঁকেও জানানো হয় ৷ তখন তিনি PPE কিট পরে ওই ব্যক্তির কাছে গিয়ে প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করেন ৷ তাতেই জানা যায়, ওই ব্যক্তি জীবিত ৷ তারপর ওই ব্যক্তির কাছে থাকা চিকিৎসরা কাগজপত্র থেকে জানা যায়, তাঁর হার্টের সমস্যা রয়েছে ৷ তারই চিকিৎসা তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে করাচ্ছেন ৷
ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিজের ঠিকানা সম্পর্কে কিছু বলতে পারেননি ৷ তবে, তাঁর নাম বিমল ভট্টাচার্য বলে জানা গেছে ৷ পরে স্থানীয় যুবকরা ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করান ৷ তখনই জানা যায়, ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছেন ৷ শুধু তাই নয়, আর কিছুক্ষণ পড়ে থাকলে মৃত্যু হল ওই ব্যক্তির ৷ যদিও ততক্ষণে হাসপাতাল চত্বরে পৌঁছায় বাঁকুড়া থানার পুলিশ ৷
এই বিষয়ে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক তরুণ পাঠকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ তিনি বলেন, "বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তিকে ভরতি করে নিতে বলি ৷ তাঁকে ভরতিও করা হয়েছে ৷"