ETV Bharat / state

যশের কারণে ত্রাণশিবিরে 1 লাখ বাঁকুড়াবাসী, পরিদর্শনে জেলাশাসক - bankura dm

যশ পরবর্তী পরিস্থিতিতে ত্রাণশিবির পরিদর্শনে গেলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার ৷ জেলার 1 লক্ষ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ৷

bankura dm visits at yaas relief camp
যশ পরবর্তী ত্রাণশিবির পরিদর্শনে বাঁকুড়ার জেলাশাসক
author img

By

Published : May 27, 2021, 6:45 PM IST

Updated : May 27, 2021, 9:19 PM IST

বাঁকুড়া, 27 মে : বাঁকুড়ার ত্রাণশিবিরগুলি ঘুরে দেখলেন জেলশাসক কে রাধিকা আইয়ার । ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি ৷ প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ৷

মঙ্গলবার থেকেই বাঁকুড়ার ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন জেলার প্রায় 1 লক্ষ মানুষ । যশের আগাম সতর্কতা হিসেবে গ্রামের ও শহরের কাঁচাবাড়ি বা দুর্বল বাড়ির বাসিন্দাদের এবং নদীর ধারের বসবাসকারী পরিবারগুলিকে স্থানীয় স্কুলে নিয়ে আসা হয় প্রশাসনের তরফে । সেখানে খাওয়া-দাওয়া-সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে । তিন দিন ধরে জেলার বিভিন্ন ত্রাণশিবিরে থাকা মানুষজনের খোঁজখবর নিতে গেলেন জেলশাসক কে রাধিকা আইয়ার ।

গতকাল জেলায় যশের তেমনভাবে আঁচ না পড়লেও বৃষ্টি এবং হালকা ঝড়ের দাপটে বেশকিছু কাঁচা বাড়ি এবং চাষের ক্ষতি হয়েছে । তবে তুলনামূলকভাবে দক্ষিণ বাঁকুড়ার ঝড় এবং বৃষ্টির দাপট একটু বেশি ছিল । একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে ।

জেলায় এখন পর্যন্ত কোনও নদীতে জলস্ফীতি হয়নি বলেই দাবি জেলা প্রশাসনের । বৃ্হস্পতিবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৬০ মিলিমিটার । কোথাও নদী ভাঙনের খবর নেই । এখন পর্যন্ত জেলায় 1000 ত্রাণশিবিরে প্রশাসনিক তত্ত্বাবধানে রয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ । পরিস্থিতি স্বাভাবিক হলেও ত্রাণশিবিরে থাকা মানুষজন নিজের নিজের বাড়ি ফিরে যাবেন ।

আরও পড়ুন: আগামীকাল কলাইকুন্ডায় মুখ্য়মন্ত্রীর সঙ্গে যশের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

যশ পরবর্তী পরিস্থিতিতে ত্রাণশিবির পরিদর্শনে বাঁকুড়ার জেলাশাসক

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার একাধিক ক্যাম্প ঘুরে আশ্রয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার । সব পরিষেবা মিলছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন । বাঁকুড়া শহর লাগোয়া গোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণশিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, পরে বিষ্ণুপুর-সহ একাধিক ক্যাম্প ঘুরে দেখেন তিনি । জেলাশাসক জানান, জেলায় ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে । কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

বাঁকুড়া, 27 মে : বাঁকুড়ার ত্রাণশিবিরগুলি ঘুরে দেখলেন জেলশাসক কে রাধিকা আইয়ার । ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি ৷ প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ৷

মঙ্গলবার থেকেই বাঁকুড়ার ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন জেলার প্রায় 1 লক্ষ মানুষ । যশের আগাম সতর্কতা হিসেবে গ্রামের ও শহরের কাঁচাবাড়ি বা দুর্বল বাড়ির বাসিন্দাদের এবং নদীর ধারের বসবাসকারী পরিবারগুলিকে স্থানীয় স্কুলে নিয়ে আসা হয় প্রশাসনের তরফে । সেখানে খাওয়া-দাওয়া-সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে । তিন দিন ধরে জেলার বিভিন্ন ত্রাণশিবিরে থাকা মানুষজনের খোঁজখবর নিতে গেলেন জেলশাসক কে রাধিকা আইয়ার ।

গতকাল জেলায় যশের তেমনভাবে আঁচ না পড়লেও বৃষ্টি এবং হালকা ঝড়ের দাপটে বেশকিছু কাঁচা বাড়ি এবং চাষের ক্ষতি হয়েছে । তবে তুলনামূলকভাবে দক্ষিণ বাঁকুড়ার ঝড় এবং বৃষ্টির দাপট একটু বেশি ছিল । একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে ।

জেলায় এখন পর্যন্ত কোনও নদীতে জলস্ফীতি হয়নি বলেই দাবি জেলা প্রশাসনের । বৃ্হস্পতিবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৬০ মিলিমিটার । কোথাও নদী ভাঙনের খবর নেই । এখন পর্যন্ত জেলায় 1000 ত্রাণশিবিরে প্রশাসনিক তত্ত্বাবধানে রয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ । পরিস্থিতি স্বাভাবিক হলেও ত্রাণশিবিরে থাকা মানুষজন নিজের নিজের বাড়ি ফিরে যাবেন ।

আরও পড়ুন: আগামীকাল কলাইকুন্ডায় মুখ্য়মন্ত্রীর সঙ্গে যশের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

যশ পরবর্তী পরিস্থিতিতে ত্রাণশিবির পরিদর্শনে বাঁকুড়ার জেলাশাসক

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার একাধিক ক্যাম্প ঘুরে আশ্রয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার । সব পরিষেবা মিলছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন । বাঁকুড়া শহর লাগোয়া গোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণশিবিরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে, পরে বিষ্ণুপুর-সহ একাধিক ক্যাম্প ঘুরে দেখেন তিনি । জেলাশাসক জানান, জেলায় ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে । কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : May 27, 2021, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.