ETV Bharat / state

BJP Youth Leader Arrested: বালিখাদানে অস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগে ইন্দাসে ধৃত বিজেপির যুবনেতা

বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে ৷ তাঁর নাম বিকাশ ঘোড়ুই ৷ তিনি কোতুলপুর-ইন্দাসের বিজেপির যুবনেতা হিসেবে পরিচিত ৷ তাঁর বিরুদ্ধে বালিখাদানে অস্ত্র নিয়ে দাদাগিরি করার অভিযোগ উঠেছে ৷

BJP Youth Leader Arrested
BJP Youth Leader Arrested
author img

By

Published : Jun 1, 2023, 2:38 PM IST

যুব মোর্চার নেতার গ্রেফতারি নিয়ে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

ইন্দাস (বাঁকুড়া), 1 জুন: অস্ত্র নিয়ে বালি খাদানে গুন্ডাগিরি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে কোতুলপুরের বিধায়ক বিজেপির হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবে পরিচিত বিকাশ ঘোড়ুইকে গ্রেফতার করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ । তবে বিধায়কের দাবি, বিকাশ যুব মোর্চার আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ৷

বুধবার গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বিকাশের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ওই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন: 'আটকে রেখে দেব', সোনামুখী থেকে পুলিশকে হুঁশিয়ারি সৌমিত্রর

পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবেই পরিচিতি রয়েছে বিকাশ ঘোড়ুই নামে ওই যুবকের । এমনকি কোতুলপুরে বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বেও তিনি রয়েছেন ৷ তাই এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে বাঁকুড়ায় ৷

বিজেপির দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, অবৈধ বালি খাদান বন্ধের দাবি জানানোয় তৃণমূলের সহযোগিতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিচ্ছে । এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবে না ৷ কোতুলপুরের বিধায়ক বিজেপির হরকালী প্রতিহারও একই অভিযোগ করেছেন ৷

হরকালী প্রতিহার বলেন, ‘‘চক্রান্ত করে বিকাশকে ফাঁসানো হয়েছে ৷ উনি কোতুলপুর ও ইন্দাস বিধানসভায় যুব মোর্চার আহ্বায়ক ৷ খুব ভালো ছেলে এবং ভালো সংগঠক ৷ পুলিশ-প্রশাসন এখন তৃণমূলের ক্যাডার হয়েছে, সেই কারণে বিজেপিকে আটকাতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিকাশের বিরুদ্ধে ৷’’

বিধায়কের আরও অভিযোগ, অবৈধ বালিখাদান রুখতে কোনও পদক্ষেপ করতে পারছে না পুলিশ ও প্রশাসন ৷ এর সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরাও জড়িত ৷ অবৈধ বালিখাদান রুখতে বিজেপির আন্দোলন চলবে বলেও হঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শুরু হল দামোদরের বাঁধ মেরামতির কাজ, কৃতিত্ব নিতে শুরু শাসক-বিরোধী তরজা

অন্যদিকে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক বিকাশ ঘোড়ুই দিনে-রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন । ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গেলে ওই খাদান মালিক, তা দিতে অস্বীকার করেন । খাদান মালিককে হুমকি দেওয়া হয় ৷ সেখানে থাকা জেসিবি-সহ বেশ কিছু যন্ত্রপাতি বিকাশ ভাঙচুর করেন ৷ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

যুব মোর্চার নেতার গ্রেফতারি নিয়ে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

ইন্দাস (বাঁকুড়া), 1 জুন: অস্ত্র নিয়ে বালি খাদানে গুন্ডাগিরি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে কোতুলপুরের বিধায়ক বিজেপির হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবে পরিচিত বিকাশ ঘোড়ুইকে গ্রেফতার করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ । তবে বিধায়কের দাবি, বিকাশ যুব মোর্চার আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ৷

বুধবার গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বিকাশের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ওই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন: 'আটকে রেখে দেব', সোনামুখী থেকে পুলিশকে হুঁশিয়ারি সৌমিত্রর

পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবেই পরিচিতি রয়েছে বিকাশ ঘোড়ুই নামে ওই যুবকের । এমনকি কোতুলপুরে বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বেও তিনি রয়েছেন ৷ তাই এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে বাঁকুড়ায় ৷

বিজেপির দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, অবৈধ বালি খাদান বন্ধের দাবি জানানোয় তৃণমূলের সহযোগিতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিচ্ছে । এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবে না ৷ কোতুলপুরের বিধায়ক বিজেপির হরকালী প্রতিহারও একই অভিযোগ করেছেন ৷

হরকালী প্রতিহার বলেন, ‘‘চক্রান্ত করে বিকাশকে ফাঁসানো হয়েছে ৷ উনি কোতুলপুর ও ইন্দাস বিধানসভায় যুব মোর্চার আহ্বায়ক ৷ খুব ভালো ছেলে এবং ভালো সংগঠক ৷ পুলিশ-প্রশাসন এখন তৃণমূলের ক্যাডার হয়েছে, সেই কারণে বিজেপিকে আটকাতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিকাশের বিরুদ্ধে ৷’’

বিধায়কের আরও অভিযোগ, অবৈধ বালিখাদান রুখতে কোনও পদক্ষেপ করতে পারছে না পুলিশ ও প্রশাসন ৷ এর সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকেরাও জড়িত ৷ অবৈধ বালিখাদান রুখতে বিজেপির আন্দোলন চলবে বলেও হঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: শুরু হল দামোদরের বাঁধ মেরামতির কাজ, কৃতিত্ব নিতে শুরু শাসক-বিরোধী তরজা

অন্যদিকে তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক বিকাশ ঘোড়ুই দিনে-রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করেন । ইন্দাসেরই একটি বালি খাদানে বিধায়কের নাম করে তোলা তুলতে গেলে ওই খাদান মালিক, তা দিতে অস্বীকার করেন । খাদান মালিককে হুমকি দেওয়া হয় ৷ সেখানে থাকা জেসিবি-সহ বেশ কিছু যন্ত্রপাতি বিকাশ ভাঙচুর করেন ৷ পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.