বাঁকুড়া, 10 মে: 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ ঘোষণা করাটা গণতন্ত্রের উপর কুঠারাঘাত ৷ এই ছবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সমালোচনা করে এ কথা বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার ৷
বাঁকুড়ার জুনবেদিয়াতে নিজের সাংসদ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'দ্য কেরালা স্টোরি' নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার 'দ্য কেরালা স্টোরি' নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা গণতন্ত্রের প্রতি কুঠারাঘাত । কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোনও আধিকারিক বা মন্ত্রী 'দ্য কেরালা স্টোরি' দেখেননি ৷ কোনও একটা সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য এই নির্দেশ তারা দিয়েছে । এরা ভোটব্যাংক নিয়ে রাজনীতি করছে । এই ছবির সঙ্গে জড়িত ব্যক্তিরা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ।
মন্ত্রী জানান, ইতিমধ্যেই অনেকে তাঁদের মোবাইলে 'দ্য কেরালা স্টোরি' ডাউনলোড করে ফেলেছেন ৷ তার অর্থই হল, মানুষ আরও বেশি করে এই ছবি দেখবেন এবং কোনও না কোনও ভাবে এই ছবি সবাইকে দেখানোর ব্যবস্থা হবে ৷ প্রয়োজনে প্রজেক্টর দিয়েও এই ছবি দেখানো হবে বলে জানান তিনি ৷
এই ছবিতে প্রামাণ্য তথ্য তুলে ধরা হয়েছে বলে দাবি করে সুভাষ সরকার বলেন, এই সিদ্ধান্ত নিয়ে কোনও লাভ হবে না ৷ প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো না হলেও, মানুষের মধ্যে এই ছবি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে তাতে সবাই মোবাইলে, ট্যাবে বা প্রজেক্টরে এই ছবি দেখবেন বলে মনে করেন সুভাষ সরকার ৷
পরে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে প্রশ্ন করা হলে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএসএফ-কে দেশের সুরক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম করতে হয় ৷ সেটা নিয়ে রাজ্যের কিছু বলার নেই । আন্তর্জাতিক বিষয়ে দেশের সুরক্ষা অনেক বড় । প্রয়োজন হলে রাজ্যের সীমানায় ঢুকেও কাজ করতে পারে বিএসএফ ৷
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে