ETV Bharat / state

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে সৌমিত্রর কনভয়ে হামলা, ভাঙচুর একাধিক গাড়ি - convoy

সৌমিত্র খাঁ আজ মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তাঁর কনভয়ের 36টি গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায়।

ভাঙচুর করা গাড়ি
author img

By

Published : Apr 18, 2019, 5:17 PM IST

Updated : Apr 18, 2019, 6:43 PM IST

খণ্ডঘোষ, 18 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে BJP প্রার্থী সৌমিত্র খাঁ-র কনভয়ের 36টি গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাটি বর্ধমানের খণ্ডঘোষ এলাকার। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা এই হামলা চালায়।

আজ সকাল 11টা নাগাদ BJP প্রার্থী সৌমিত্র বাঁকুড়ায় জেলাশাসকের অফিসে মনোনয়পত্র জমা দিতে যান। তাঁর কনভয়ে 46টি গাড়ি ছিল। কনভয়ের প্রথম 10টা গাড়ি বেরিয়ে যাওয়ার পর বাকি গাড়িগুলি রাস্তায় একটি লরির পেছনে আটকে পড়ে। তখন কিছু দুষ্কৃতী সেই গাড়িগুলিতে ভাঙচুর চালায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে BJP-র তরফে অভিযোগ করা হয়েছে। BJP কর্মীদের অভিযোগ, সৌমিত্র খাঁ মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন, তাঁকে বাধা দেওয়ার জন্যই এই হামলা করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

সৌমিত্র বলেন, "জনসাধারণের সমর্থন যা দেখলাম তাতে এখানে আমরা জিতছি। তৃণমূলের দুষ্কৃতীরা খণ্ডঘোষে আমাদের কনভয়ে হামলা করেছে। ওরা বুঝে গেছে আমরা জিতছি, তাই আটকাচ্ছে। আমার স্ত্রী সুজাতা সহ BJP-র যুবকর্তারা, জেলা প্রেসিডেন্ট সবাই ভালো প্রচার করছে। শুধু একটা কথায় বলব, যে পাঁচ বছর কাজ করে তাঁর একমাস প্রচার বন্ধ হওয়াতে কোনও অসুবিধা হয় না। মানুষ সব বুঝতে পারছে। তৃণমূল কংগ্রেসের হরিদাস কাল ধর্ষক বলেছেন। আমি জানতে চাইছি তাঁর পরিবারটাই কি ধর্ষক? তাঁর পরিবার 1312 কোটি টাকার মালিক হয় কী করে, এই প্রশ্নের জবাব দিতে হবে।"

খণ্ডঘোষ, 18 এপ্রিল : মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে BJP প্রার্থী সৌমিত্র খাঁ-র কনভয়ের 36টি গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাটি বর্ধমানের খণ্ডঘোষ এলাকার। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা এই হামলা চালায়।

আজ সকাল 11টা নাগাদ BJP প্রার্থী সৌমিত্র বাঁকুড়ায় জেলাশাসকের অফিসে মনোনয়পত্র জমা দিতে যান। তাঁর কনভয়ে 46টি গাড়ি ছিল। কনভয়ের প্রথম 10টা গাড়ি বেরিয়ে যাওয়ার পর বাকি গাড়িগুলি রাস্তায় একটি লরির পেছনে আটকে পড়ে। তখন কিছু দুষ্কৃতী সেই গাড়িগুলিতে ভাঙচুর চালায়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে BJP-র তরফে অভিযোগ করা হয়েছে। BJP কর্মীদের অভিযোগ, সৌমিত্র খাঁ মনোনয়নপত্র জমা দিতে আসছিলেন, তাঁকে বাধা দেওয়ার জন্যই এই হামলা করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

সৌমিত্র বলেন, "জনসাধারণের সমর্থন যা দেখলাম তাতে এখানে আমরা জিতছি। তৃণমূলের দুষ্কৃতীরা খণ্ডঘোষে আমাদের কনভয়ে হামলা করেছে। ওরা বুঝে গেছে আমরা জিতছি, তাই আটকাচ্ছে। আমার স্ত্রী সুজাতা সহ BJP-র যুবকর্তারা, জেলা প্রেসিডেন্ট সবাই ভালো প্রচার করছে। শুধু একটা কথায় বলব, যে পাঁচ বছর কাজ করে তাঁর একমাস প্রচার বন্ধ হওয়াতে কোনও অসুবিধা হয় না। মানুষ সব বুঝতে পারছে। তৃণমূল কংগ্রেসের হরিদাস কাল ধর্ষক বলেছেন। আমি জানতে চাইছি তাঁর পরিবারটাই কি ধর্ষক? তাঁর পরিবার 1312 কোটি টাকার মালিক হয় কী করে, এই প্রশ্নের জবাব দিতে হবে।"

Last Updated : Apr 18, 2019, 6:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.