বাঁকুড়া, 30 অগস্ট : বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (Tanmay Ghosh) পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন । 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তন্ময় । তারপর বিজেপি তাঁকে টিকিট দেয় ৷ বিজেপির প্রার্থী হিসাবে জয়লাভও করেন । তার তিন মাস পেরোতে না পেরোতেই এদিন তাঁর তৃণমূল কংগ্রেসে ফিরে আসায় জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ জেলা তৃণমূল নেতা অলোক মুখোপাধ্যায়ের দাবি, তন্ময় ঘোষের মতো আরও 34 জন বিজেপি বিধায়ক রয়েছেন যাঁরা তৃণমূলের যোগ দিতে উৎসুক ৷ পাল্টা বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা জানান, এমন দলবদলে তাঁদের দলের কিছু যায় আসে না ৷
গত বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে সেই অর্থে তাঁর কোনও যোগ ছিল না । বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে সেভাবে দেখা যাচ্ছিল না । এবং তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল ৷ তিনি কি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন ? সেই জল্পনা সত্যি হল সোমবার । কলকাতায় তৃণমূল ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তন্ময় ঘোষ । তার এই যোগদানের ফলে রীতিমতো এই মুহূর্তে বিজেপি কিছুটা হলেও চাপে পড়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।
এই বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় ইটিভি ভারতকে জানান, "তন্ময় ঘোষ যুব তৃণমূল করতেন ৷ বিজেপির টোপে পড়ে সেখানে যোগ দিয়েছিলেন ৷ বিজেপি ওঁকে টিকিট দিয়েছিল ৷ মানুষও তাঁকে জিতিয়েছিলেন । পুনরায় তন্ময় ঘোষ তৃণমূলে ফিরে এসেছেন । তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত 34 জন বিজেপি বিধায়ক লাইন দিয়ে রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনে করবেন তখনই তাঁদের দলে নেবেন ।"
পাল্টা বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, "বিজেপিতে কে থাকল বা গেল তাতে কিছু আমাদের যায় আসে না ৷"
আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক