ETV Bharat / state

JU Student Death: 'ছেলে পরোপকারী, সব অভিযোগ মিথ্যে'; বললেন যাদবপুর ছাত্র-মৃত্যুতে ধৃত ছাত্রের মা - স্বপ্নদ্বীপে মৃত্যু

Jadavpur University Student Death: 'আমার দৃঢ় বিশ্বাস ছেলে এই কাজ করতে পারে না', মন্তব্য স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে ধৃত বাঁকুড়ার ছাত্র দীপশেখর দত্তের বাবার ৷ মা জানাচ্ছেন, 'ছেলে সবসময় সবার উপকারে জন্য এগিয়ে যায়', সব অভিযোগ মিথ্যে ৷'

JU Student Death
ছেলে পরোপকারী, সব অভিযোগ মিথ্যে
author img

By

Published : Aug 13, 2023, 1:04 PM IST

Updated : Aug 13, 2023, 2:22 PM IST

ছেলে পরোপকারী এবং সব অভিযোগ মিথ্যে বললেন ধৃত ছাত্রের মা

বাঁকুড়া, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেফতার হয়েছে সৌরভ-সহ আরও দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুই ছাত্রের নাম দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। যারমধ্যে ধৃত ছাত্র দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়া শহরের ফেমাস গলিতে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই চোখে মুখে চিন্তার ছাপ পরিবারের ৷ বাঁকুড়া সদর থানার অন্তর্গত ফেমাস গলির বাসিন্দা ধৃত ছাত্র দীপশেখরের দত্তের বাবা মধূসুদন দত্ত জানান, তিনি একজন বাবা হয়ে চাইছেন এই ঘটনার আসল দোষীদের শাস্তি হোক, কিন্তু তিনি নিশ্চিত তাঁর ছেলে এই কাণ্ডের সঙ্গে যুক্ত নয়।

দীপশেখরের মা সংগীতা দত্ত জানান, তাঁর ছেলে সবসময় সবার উপকারে জন্য এগিয়ে যায়, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি মানতে পারছেন না। শুধু তাই নয়, অভিযুক্ত ওই ছাত্রের মা জোর গলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, স্বপ্নদীপকে ব়্যাগিং করা তো অনেক পরের গল্প, উলটে তাকে সাহস যোগাত, তাই তাঁর ছেলে কোনওভাবেই দোষী হতে পারে না। অন্যদিকে, 19 বছর বয়সি অর্থনীতীর স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর দত্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে, তার বয়ানে বিস্তর অসঙ্গতি মেলে।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

ফলস্বরূপ শেষমেষ কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। এর পাশাপাশি ঘটনায় আরও এক অভিযুক্তের নাম জানা গিয়েছে ৷ তার নাম মনোতোষ ঘোষ ৷ বাড়ি হুগলির আরামবাগে ৷ ঘটনায় আগে গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীকে 10 দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত ৷ রাজ্য যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপে মৃত্যু ঘিরে সরগরম, যখন স্বপ্ননীলের মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার সৌরভ, তখন বাঁকুড়ার দীপশেখরের গ্রেফতার ঘিরে উঠছে নানা প্রশ্ন । উত্তেজনার পারদ চড়েছে বাঁকুড়া শহরজুড়েও। রবিবার সকাল থেকেই সরগরম হয়েছে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার ফেমাস গলি।

আরও পড়ুন: সৌরভের পর গ্রেফতার আরও 2, জড়িয়ে অনেকেই ; দাবি পুলিশের

ছেলে পরোপকারী এবং সব অভিযোগ মিথ্যে বললেন ধৃত ছাত্রের মা

বাঁকুড়া, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যু কাণ্ডে গ্রেফতার হয়েছে সৌরভ-সহ আরও দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুই ছাত্রের নাম দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ। যারমধ্যে ধৃত ছাত্র দীপশেখর দত্তের বাড়ি বাঁকুড়া শহরের ফেমাস গলিতে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই চোখে মুখে চিন্তার ছাপ পরিবারের ৷ বাঁকুড়া সদর থানার অন্তর্গত ফেমাস গলির বাসিন্দা ধৃত ছাত্র দীপশেখরের দত্তের বাবা মধূসুদন দত্ত জানান, তিনি একজন বাবা হয়ে চাইছেন এই ঘটনার আসল দোষীদের শাস্তি হোক, কিন্তু তিনি নিশ্চিত তাঁর ছেলে এই কাণ্ডের সঙ্গে যুক্ত নয়।

দীপশেখরের মা সংগীতা দত্ত জানান, তাঁর ছেলে সবসময় সবার উপকারে জন্য এগিয়ে যায়, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি মানতে পারছেন না। শুধু তাই নয়, অভিযুক্ত ওই ছাত্রের মা জোর গলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, স্বপ্নদীপকে ব়্যাগিং করা তো অনেক পরের গল্প, উলটে তাকে সাহস যোগাত, তাই তাঁর ছেলে কোনওভাবেই দোষী হতে পারে না। অন্যদিকে, 19 বছর বয়সি অর্থনীতীর স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর দত্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে, তার বয়ানে বিস্তর অসঙ্গতি মেলে।

আরও পড়ুন: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

ফলস্বরূপ শেষমেষ কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। এর পাশাপাশি ঘটনায় আরও এক অভিযুক্তের নাম জানা গিয়েছে ৷ তার নাম মনোতোষ ঘোষ ৷ বাড়ি হুগলির আরামবাগে ৷ ঘটনায় আগে গ্রেফতার হওয়া সৌরভ চৌধুরীকে 10 দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত ৷ রাজ্য যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপে মৃত্যু ঘিরে সরগরম, যখন স্বপ্ননীলের মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার সৌরভ, তখন বাঁকুড়ার দীপশেখরের গ্রেফতার ঘিরে উঠছে নানা প্রশ্ন । উত্তেজনার পারদ চড়েছে বাঁকুড়া শহরজুড়েও। রবিবার সকাল থেকেই সরগরম হয়েছে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার ফেমাস গলি।

আরও পড়ুন: সৌরভের পর গ্রেফতার আরও 2, জড়িয়ে অনেকেই ; দাবি পুলিশের

Last Updated : Aug 13, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.