বিষ্ণুপুর, 27 জুলাই : বিষ্ণুপুরে পরিত্যক্ত পিয়ারাডোবা এয়ারবেসের 2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী ৷ এই জমিতে দক্ষিণ-পূর্ব রেল বাঁকুড়া-জয়রামবাটি শাখার একটি স্টেশন তৈরি করবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু হবে ৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে ব্রিটিশ সরকার বিষ্ণুপুরের পিয়ারাডোবায় তৈরি করেছিল এই এয়ারবেস ৷ এয়ারবেসের একদিকে রয়েছে পানাগড় আর অন্যদিকে রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি ৷ বড় বড় শালের জঙ্গলে এয়ারবেস তৈরি করেছিল ব্রিটিশ সরকার । জাপান বা ব্রিটিশ বিরোধী শক্তিগুলোর উপর বোমাবর্ষণের জন্য এই গোপন আস্তানা গড়ে তোলা হয়েছিল ৷ তৎকালীন অ্যামেরিকান বোমারু বিমান B-29 এই এয়ারবেসেই ওঠানামা করত ৷ এয়ারবেসে অনায়াসেই থাকতে পারত 32-34টি বিমান ৷
ভারত-চিন সীমান্তে ডোকলাম বিবাদের পর সেনাবাহিনীর তরফে জেলা প্রশাসনকে এই পরিত্যক্ত জমি পরিমাপের আবেদন করা হয়েছিল ৷ তখন অনুমান করা হয়, চিনের আগ্রাসন নীতির পালটা হিসেবে পূর্ব ভারতের এই সমস্ত বিমানঘাঁটিকে পুনরুজ্জীবনের চিন্তাভাবনা শুরু করেছে সেনা ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিত্যক্ত এই এয়ারবেসের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে 2.13 একর জায়গা রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী ৷ এই পরিত্যক্ত বিমানঘাঁটির দক্ষিণ প্রান্ত ঘেঁষে রয়েছে বিষ্ণুপুর-জয়রামবাটি সিঙ্গল লাইন ৷ এই অঞ্চলে বেশকিছু গ্রাম থাকা সত্ত্বেও কোনও রেল স্টেশন না থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন স্থানীয়রা ৷ দীর্ঘদিন ধরে রেলের কাছে একটি স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছিল শিরোমণিপুরবাসী ৷ চলতি মাসেই রেলের তরফে জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে জমি জরিপের কাজ সম্পূর্ণ হয় ৷
খুব শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু করা হবে ৷