ETV Bharat / state

বিষ্ণুপুরে পরিত্যক্ত এয়ারবেসের জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত সেনার - bishnupur

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে ব্রিটিশ সরকার বিষ্ণুপুরের পিয়ারাডোবায় তৈরি করেছিল এই এয়ারবেস ৷ এয়ারবেসের একদিকে রয়েছে পানাগড় আর অন্যদিকে রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি ৷ এই এয়ারবেসের 2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 27, 2019, 5:55 PM IST

Updated : Jul 29, 2019, 10:32 AM IST

বিষ্ণুপুর, 27 জুলাই : বিষ্ণুপুরে পরিত্যক্ত পিয়ারাডোবা এয়ারবেসের 2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী ৷ এই জমিতে দক্ষিণ-পূর্ব রেল বাঁকুড়া-জয়রামবাটি শাখার একটি স্টেশন তৈরি করবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু হবে ৷

image
2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে ব্রিটিশ সরকার বিষ্ণুপুরের পিয়ারাডোবায় তৈরি করেছিল এই এয়ারবেস ৷ এয়ারবেসের একদিকে রয়েছে পানাগড় আর অন্যদিকে রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি ৷ বড় বড় শালের জঙ্গলে এয়ারবেস তৈরি করেছিল ব্রিটিশ সরকার । জাপান বা ব্রিটিশ বিরোধী শক্তিগুলোর উপর বোমাবর্ষণের জন্য এই গোপন আস্তানা গড়ে তোলা হয়েছিল ৷ তৎকালীন অ্যামেরিকান বোমারু বিমান B-29 এই এয়ারবেসেই ওঠানামা করত ৷ এয়ারবেসে অনায়াসেই থাকতে পারত 32-34টি বিমান ৷

দেখুন ভিডিয়ো

ভারত-চিন সীমান্তে ডোকলাম বিবাদের পর সেনাবাহিনীর তরফে জেলা প্রশাসনকে এই পরিত্যক্ত জমি পরিমাপের আবেদন করা হয়েছিল ৷ তখন অনুমান করা হয়, চিনের আগ্রাসন নীতির পালটা হিসেবে পূর্ব ভারতের এই সমস্ত বিমানঘাঁটিকে পুনরুজ্জীবনের চিন্তাভাবনা শুরু করেছে সেনা ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিত্যক্ত এই এয়ারবেসের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে 2.13 একর জায়গা রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী ৷ এই পরিত্যক্ত বিমানঘাঁটির দক্ষিণ প্রান্ত ঘেঁষে রয়েছে বিষ্ণুপুর-জয়রামবাটি সিঙ্গল লাইন ৷ এই অঞ্চলে বেশকিছু গ্রাম থাকা সত্ত্বেও কোনও রেল স্টেশন না থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন স্থানীয়রা ৷ দীর্ঘদিন ধরে রেলের কাছে একটি স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছিল শিরোমণিপুরবাসী ৷ চলতি মাসেই রেলের তরফে জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে জমি জরিপের কাজ সম্পূর্ণ হয় ৷
খুব শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু করা হবে ৷

বিষ্ণুপুর, 27 জুলাই : বিষ্ণুপুরে পরিত্যক্ত পিয়ারাডোবা এয়ারবেসের 2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী ৷ এই জমিতে দক্ষিণ-পূর্ব রেল বাঁকুড়া-জয়রামবাটি শাখার একটি স্টেশন তৈরি করবে ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু হবে ৷

image
2.13 একর জমি রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে ব্রিটিশ সরকার বিষ্ণুপুরের পিয়ারাডোবায় তৈরি করেছিল এই এয়ারবেস ৷ এয়ারবেসের একদিকে রয়েছে পানাগড় আর অন্যদিকে রয়েছে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি ৷ বড় বড় শালের জঙ্গলে এয়ারবেস তৈরি করেছিল ব্রিটিশ সরকার । জাপান বা ব্রিটিশ বিরোধী শক্তিগুলোর উপর বোমাবর্ষণের জন্য এই গোপন আস্তানা গড়ে তোলা হয়েছিল ৷ তৎকালীন অ্যামেরিকান বোমারু বিমান B-29 এই এয়ারবেসেই ওঠানামা করত ৷ এয়ারবেসে অনায়াসেই থাকতে পারত 32-34টি বিমান ৷

দেখুন ভিডিয়ো

ভারত-চিন সীমান্তে ডোকলাম বিবাদের পর সেনাবাহিনীর তরফে জেলা প্রশাসনকে এই পরিত্যক্ত জমি পরিমাপের আবেদন করা হয়েছিল ৷ তখন অনুমান করা হয়, চিনের আগ্রাসন নীতির পালটা হিসেবে পূর্ব ভারতের এই সমস্ত বিমানঘাঁটিকে পুনরুজ্জীবনের চিন্তাভাবনা শুরু করেছে সেনা ৷ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিত্যক্ত এই এয়ারবেসের একেবারে দক্ষিণ প্রান্ত থেকে 2.13 একর জায়গা রেলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী ৷ এই পরিত্যক্ত বিমানঘাঁটির দক্ষিণ প্রান্ত ঘেঁষে রয়েছে বিষ্ণুপুর-জয়রামবাটি সিঙ্গল লাইন ৷ এই অঞ্চলে বেশকিছু গ্রাম থাকা সত্ত্বেও কোনও রেল স্টেশন না থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন স্থানীয়রা ৷ দীর্ঘদিন ধরে রেলের কাছে একটি স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছিল শিরোমণিপুরবাসী ৷ চলতি মাসেই রেলের তরফে জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে জমি জরিপের কাজ সম্পূর্ণ হয় ৷
খুব শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু করা হবে ৷

Intro:দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির ব্যবহৃত পিয়ারডোবা এয়ার বেস থেকে 2.13 একর জায়গা দেওয়া হচ্ছে রেল কে।


Body: মন্দির নগরী বিষ্ণুপুর শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে বাসুদেবপুর জঙ্গল এর ভেতর রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরিত্যক্ত এয়ার বেস।
এই এয়ার বেস থেকে জায়গা নিয়ে রেল স্টেশন বানাতে চলেছে বাঁকুড়া জয়রামবাটি সিঙ্গেল লাইনে দক্ষিণ পূর্ব রেল।
476 দশমিক 33 একর জায়গা জুড়ে জঙ্গলের ভেতরে রয়েছে এই বিশাল এয়ারবেসটি। 1942 সালে পিয়ারডোবা এই এয়ার বেড টি তৈরি করে ব্রিটিশ সরকার। হাজার 945 সাল পর্যন্ত এখানে ওঠানামা করেছে বোমারু বিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন।
ব্রিটিশ সরকারের আতিথেয়তায় এই বিমান অবতরণ কেন্দ্র টি কে ব্যবহার করত আমেরিকা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। একদিকে পানাগর ও অন্যদিকে কলাইকুন্ডা এই দুটি কেন্দ্রের মাঝামাঝি তৈরি করা হয়েছিল এই এয়ার বেশ টিকে। চারিদিক বড় বড় শাল গাছের জঙ্গল থাকায় যাতে শত্রুপক্ষ এই গোপন আস্তানা কে খুঁজে না পায় তার জন্যই এটি এখানে বানানো হয়েছিল বলে জানা যায়।
প্রধানত জাপান বা ব্রিটিশ বিরোধী রাষ্ট্রগুলোর ওপর বোমা বর্ষণের জন্য এই গোপন আস্তানা গড়ে তোলা হয়েছিল। এখানে ওঠানামা করতে ও তৎকালীন আমেরিকান বোমারু বিমান বি টুয়েন্টি নাইন। কেন্দ্রটিতে যে পরিমাণ জায়গা তৈরি করা হয়েছিল তাতে 32 থেকে 34 টি বিমান থাকতে পারতো। অতীতে ভারত-চীন সীমান্তে ডোকলাম বিবাদের পর সেনাবাহিনীর তরফের জেলা প্রশাসন কে এই পরিত্যক্ত কেন্দ্রটির জমি পরিমাপের আবেদন করা হয়েছিল। হলো তো বিশেষজ্ঞরা তখন অনুমান করেছিলেন হয়তো চীনের আগ্রাসন নীতির পাল্টা হিসেবে ভারত পূর্ব ভারতের এই সমস্ত বিমান ঘাটি গুলিকে পুনরুজ্জীবনের চিন্তাভাবনা শুরু করেছে।
ইদানিং অবশ্য জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই বিমানঘাঁটি টির একেবারে দক্ষিণ প্রান্ত থেকে 2.33 একর জায়গা রেল কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।
এই পরিত্যক্ত বিমানঘাঁটি টির দক্ষিণ প্রান্ত ঘেঁষে গিয়েছে বিষ্ণুপুর জয়রামবাটি সিঙ্গেল লাইন। এই এলাকায় বেশ কিছু গ্রাম থাকা সত্ত্বেও রেলওয়ে স্টেশন না থাকায় স্থানীয় মানুষদের যথেষ্ট সমস্যায় পড়তে হয় ট্রেন ধরতে। তাই দীর্ঘদিন ধরে তারা রেলের কাছে দাবি জানিয়ে আসছিলেন একটি স্টেশন নির্মাণের জন্য শিরোমনি পুর এলাকায়।
চলতি মাসে রেলের তরফে জেলা প্রশাসনের সহযোগিতায় এখানে জমি মাপের কাজ সম্পূর্ণ হয়।
খুব শীঘ্রই এখানে স্টেশন তৈরির কাজ শুরু করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।



Conclusion:বাইট: সব্যসাচী সরকার, অতিরিক্ত জেলা শাসক বাঁকুড়া
বাইট: বাসিন্দা শিরোমনি পুর
Last Updated : Jul 29, 2019, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.