ETV Bharat / state

আজ বাঁকুড়ায় অমিত শাহ - Amit Shah in Bankura

আজ সকাল 10টা 40 নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার করগাহীর এলাকায় নামবেন অমিত শাহ । সেখান থেকে 60 নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান এলাকায় যাবেন এবং বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দেবেন । এরপর 11টা 25 নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী । বেলা 1টা পর্যন্ত সেখানে দলীয় কর্মকর্তাদের নিয়ে দুই দফায় বৈঠক করবেন তিনি ।

Bankura
বাঁকুড়ায় অমিত শাহ-র কর্মসূচি একনজরে
author img

By

Published : Nov 4, 2020, 5:26 PM IST

Updated : Nov 5, 2020, 9:00 AM IST

বাঁকুড়া, 5 নভেম্বর : আজ বাঁকুড়ায় আসছেন BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ প্রায় সাত ঘণ্টা তিনি বাঁকুড়ায় থাকবেন বলে জানা গেছে ৷ ওইদিন তাঁর মূল রাজনৈতিক অনুষ্ঠান রয়েছে বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে ।

বৃহস্পতিবার সকাল 10টা 40 নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার করগাহীর এলাকায় নামবেন অমিত শাহ । সেখান থেকে 60 নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান এলাকায় যাবেন এবং বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করবেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দেবেন । এরপর 11টা 25 নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছাবেন অমিত শাহ। বেলা 1টা পর্যন্ত সেখানে দলীয় কর্মকর্তাদের নিয়ে দুই দফায় বৈঠক করবেন তিনি । তবে কোভিড বিধি মেনে 200 জন বৈঠকে উপস্থিত থাকবেন । বেলা 1টা নাগাদ তিনি সেখান থেকে রওনা দেবেন চতুর ডিহি গ্রামে । সেখানে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন এবং মধ্যাহ্নভোজনের পর বেলা 2টো 15 নাগাদ ফিরে আসবেন রবীন্দ্রভবনে । সেখানে বিকেল তিনটে পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ।

আজ বাঁকুড়ায় অমিত শাহ-র কর্মসূচি একনজরে


এরপর বিকেল 3 টে থেকে সাড়ে চারটে পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়ে একটি আলাদা বৈঠক করবেন । বৈঠক শেষে চা পান করবেন এবং সেখান থেকে সড়কপথে বিকেল 5টা 15 মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন ।

বাঁকুড়া, 5 নভেম্বর : আজ বাঁকুড়ায় আসছেন BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ প্রায় সাত ঘণ্টা তিনি বাঁকুড়ায় থাকবেন বলে জানা গেছে ৷ ওইদিন তাঁর মূল রাজনৈতিক অনুষ্ঠান রয়েছে বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে ।

বৃহস্পতিবার সকাল 10টা 40 নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়ার করগাহীর এলাকায় নামবেন অমিত শাহ । সেখান থেকে 60 নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান এলাকায় যাবেন এবং বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করবেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যোগ দেবেন । এরপর 11টা 25 নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে পৌঁছাবেন অমিত শাহ। বেলা 1টা পর্যন্ত সেখানে দলীয় কর্মকর্তাদের নিয়ে দুই দফায় বৈঠক করবেন তিনি । তবে কোভিড বিধি মেনে 200 জন বৈঠকে উপস্থিত থাকবেন । বেলা 1টা নাগাদ তিনি সেখান থেকে রওনা দেবেন চতুর ডিহি গ্রামে । সেখানে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন এবং মধ্যাহ্নভোজনের পর বেলা 2টো 15 নাগাদ ফিরে আসবেন রবীন্দ্রভবনে । সেখানে বিকেল তিনটে পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ।

আজ বাঁকুড়ায় অমিত শাহ-র কর্মসূচি একনজরে


এরপর বিকেল 3 টে থেকে সাড়ে চারটে পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়ে একটি আলাদা বৈঠক করবেন । বৈঠক শেষে চা পান করবেন এবং সেখান থেকে সড়কপথে বিকেল 5টা 15 মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন ।

Last Updated : Nov 5, 2020, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.