বাঁকুড়া, 17 নভেম্বর : বাঁকুড়ায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক আবাসিক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল ৷ অভিযোগের পরও পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হলেন ছাত্রের বাবা ৷
8 নভেম্বর স্কুল ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে গল্প করেছিল নবম শ্রেণির ছাত্র সুবর্ণ কুণ্ডু ৷ অভিযোগ, সেজন্য তাকে মারধর করা হয় ৷ ঘটনাটি সুবর্ণ বাড়িতে জানালে হস্টেলে ফের তাকে মারধর করা হয় ৷ মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের সেক্রেটারি, হস্টেল ওয়ার্ডেন ও এক শিক্ষকের বিরুদ্ধে ৷ মেরে সুবর্ণের হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ তার পরিবারের ৷
14 নভেম্বর ওই তিনজনের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন সুবর্ণর অভিভাবকরা ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় একটি মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হন তাঁরা ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে নামে ওই সংগঠন ৷ আজ সংগঠনের তরফে জেলাশাসকের সঙ্গে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় ৷
1 অগাস্ট বাঁকুড়ার অন্য একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় তৃতীয় শ্রেণির ছাত্র রূপম পালের ৷ প্রাথমিক তদন্তে স্কুল শিক্ষিকার বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে ৷ তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করে জেলা প্রশাসন ৷