বাঁকুড়া, 19 মে: বাঁকুড়ার একটি অস্থায়ী শিবির থেকে স্থানীয় স্কুলে স্থানান্তরিত করা হল ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের । স্থানান্তরিতকরণের সময় গ্রামবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে । এতে কোরোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে বলে দাবি করা হয় ।
বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ব্রাহ্মণডিহা এলাকায় প্রায় 60 থেকে 70জন শ্রমিক চেন্নাই, দিল্লি, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এলাকায় ফিরে আসে । তাদের থাকার জন্য এলাকার মানুষ গ্রামের লোকালয়ের বাইরে অস্থায়ী কোয়ারানটিন সেন্টার তৈরি করেন । গতকাল পুলিশ এসে সেই কোয়ারানটিন সেন্টার তুলে দেয় । পরিবর্তে ব্রাহ্মণডিহা হাই স্কুলে ওই সমস্ত শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয় । আর এর জেরেই এলাকার মানুষ উত্তেজিত হয়ে দীর্ঘক্ষণ ইন্দপুর থানার পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, স্কুলে এভাবে কোয়ারানটিন সেন্টার তৈরি করা হলে গ্রামবাসীদের কোরোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে । কারণ স্কুলের পাশের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গ্রামের মানুষদের । সেক্ষেত্রে এই সেন্টারে কেউ সংক্রমিত হয়ে থাকলে তা থেকে গ্রামের মানুষদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায় । সেই আশঙ্কা থেকেই বিক্ষোভ দেখান বাসিন্দারা ।
স্থানীয়দের একাংশের অভিযোগ, গত পরশু বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার এই কোয়ারানটিন সেন্টার দেখতে এসেছিলেন । তারপরেই শ্রমিকদের স্থানান্তরিত করা হল । শ্রমিকদের নিয়েও রাজনীতি করা হচ্ছে । যদিও পুলিশের তরফে বলা হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাষ থাকায়, সুরক্ষার জন্যই শ্রমিকদের স্থায়ী বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়েছে । পাশাপাশি এই সমস্ত শ্রমিকরা অস্থায়ী শিবিরে থাকলে বিভিন্ন রকমভাবে তাদের জীবনের ঝুঁকি হতে পারে । তাই তাঁদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের তরফে ।