ETV Bharat / state

3 মাস বন্ধ থাকার পর বসল বাঁকুড়ার গবাদি পশুর হাট - cattle market

লকডাউনের জেরে বন্ধ ছিল বাঁকুড়ার শুনুকপাহাড়ির গবাদি পশুর হাট । লকডাউন শিথিল হওয়ার পর আজ থেকে ফের বসতে শুরু করল এই হাট । তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

aa
গবাদি পশুর হাট
author img

By

Published : Jun 30, 2020, 3:34 AM IST

বাঁকুড়া, 29 জুন: তিন মাস বন্ধ থাকার পর ফের আজ থেকে বাঁকুড়ায় বসতে শুরু করল সবচেয়ে বড় গবাদি পশুর হাট । মার্চ মাসে সোশাল দূরত্ব মানার নির্দেশিকা আসার পরও বন্ধ করা হয়নি বাঁকুড়ার শুনুকপাহাড়ির গবাদি পশুর এই হাট । এই খবর 17 মার্চ ETV ভারতে প্রকাশিত হয় । তড়িঘড়ি বাঁকুড়ার এক নম্বর ব্লকের আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে জেলাশাসক হাট বন্ধের নির্দেশ দেন । 17 মার্চের পর থেকে হাট বসছিল না । আজ থেকে আবার বসতে শুরু করছে এই হাট ।

বাঁকুড়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে শুনুকপাহাড়ি । প্রতি সোমবার নিয়ম করে এখানে গোরু কেনাবেচার হাট বসে । হাজার হাজার মানুষ হাটের দিন এখানে আসে । শুধু গোরু নয়, সঙ্গে থাকে ছাগল, মুরগি, মহিষের মতো গবাদিপশুও । এখান থেকে বড় বড় ট্রাক বোঝাই করে গোরু নিয়ে যাওয়া হয় অন্যত্র । রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকী সীমান্তবর্তী এলাকা থেকেও গবাদি পশু নিয়ে ব্যবসায়ীরা হাটে ভিড় করেন প্রতি সোমবার । আজ থেকে এই হাট পুনরায় বসতে শুরু করেছে ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 23 মার্চ থেকে বন্ধ করা হয়েছিল এই হাট । তবে লকডাউন শিথিল হওয়ার পর আজ থেকে আবার আগের মতো প্রতি সপ্তাহে হাট বসবে । পাশাপাশি হাট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । প্রত্যেককেই মাস্ক পরে হাটে আসতে হবে ।

বাঁকুড়া, 29 জুন: তিন মাস বন্ধ থাকার পর ফের আজ থেকে বাঁকুড়ায় বসতে শুরু করল সবচেয়ে বড় গবাদি পশুর হাট । মার্চ মাসে সোশাল দূরত্ব মানার নির্দেশিকা আসার পরও বন্ধ করা হয়নি বাঁকুড়ার শুনুকপাহাড়ির গবাদি পশুর এই হাট । এই খবর 17 মার্চ ETV ভারতে প্রকাশিত হয় । তড়িঘড়ি বাঁকুড়ার এক নম্বর ব্লকের আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে জেলাশাসক হাট বন্ধের নির্দেশ দেন । 17 মার্চের পর থেকে হাট বসছিল না । আজ থেকে আবার বসতে শুরু করছে এই হাট ।

বাঁকুড়া শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে শুনুকপাহাড়ি । প্রতি সোমবার নিয়ম করে এখানে গোরু কেনাবেচার হাট বসে । হাজার হাজার মানুষ হাটের দিন এখানে আসে । শুধু গোরু নয়, সঙ্গে থাকে ছাগল, মুরগি, মহিষের মতো গবাদিপশুও । এখান থেকে বড় বড় ট্রাক বোঝাই করে গোরু নিয়ে যাওয়া হয় অন্যত্র । রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকী সীমান্তবর্তী এলাকা থেকেও গবাদি পশু নিয়ে ব্যবসায়ীরা হাটে ভিড় করেন প্রতি সোমবার । আজ থেকে এই হাট পুনরায় বসতে শুরু করেছে ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 23 মার্চ থেকে বন্ধ করা হয়েছিল এই হাট । তবে লকডাউন শিথিল হওয়ার পর আজ থেকে আবার আগের মতো প্রতি সপ্তাহে হাট বসবে । পাশাপাশি হাট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করতে হবে । প্রত্যেককেই মাস্ক পরে হাটে আসতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.