ওন্দা (বাঁকুড়া), 12 এপ্রিল: 2019 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুটি আসনেই জিতেছিল বিজেপি ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনেও এই জেলার অধিকাংশ আসনে বিজেপিই জয়লাভ করে ৷ ওই দু’টো ভোটে বিজেপিকে ভোট দিয়ে জঙ্গলমহলের এই জেলার ভোটাররা আসলে পাপ করেছিলেন ৷ এমনটাই মনে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই সভার প্রধান বক্তা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ মঞ্চে পৌঁছানোর পর ভাষণের শুরুতেই বাঁকুড়ার উচ্চ তাপমাত্রার প্রসঙ্গ টানেন ৷ এত গরম সত্ত্বেও সভাস্থলে মানুষের উপস্থিতির কারণ নিজে থেকেই ব্যাখ্যা করেন তৃণমূল কংগ্রেসের এই তরুণ তুর্কি ৷ তাঁর কথায়, 2019 ও 2021 সালে বাঁকুড়ার মানুষ যে পাপ করেছে বিজেপিকে ভোট দিয়ে, তার প্রায়শ্চিত্ত করতে এই গরমের মধ্যে তাঁরা সভাস্থলে হাজির হয়েছেন ৷
একই সঙ্গে তিনি দাবি করেছেন, বাঁকুড়ার মানুষ 2019 সালে আচ্ছে দিনের স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিলেন ৷ এই নিয়েই অভিষেকের প্রশ্ন, চার বছর পর কি আচ্ছে দিন পেয়েছেন ? তিনি বলেন, ‘‘আপনারা ভেবেছিলেন উন্নয়নের জোয়ার বইয়ে দেবে বিজেপি ৷ কী পেয়েছেন ? সুভাষ সরকার ও সৌমিত্র খাঁকে মাটিতে দেখা যায় না ৷ কোভিডের সময় মানুষের পাশে ছিল তৃণমূল ৷
অন্যদিকে বাঁকুড়ার পরিবেশের প্রসঙ্গ টেনেছেন অভিষেক ৷ বাম আমলের অশান্ত পরিবেশের কথা উল্লেখ করেছেন ৷ এই সব এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন ৷ টেনে এনেছেন অনিল বসু, অমিয় পাত্র, সুশান্ত ঘোষের নাম ৷ এঁদের নেতৃত্বে সিপিএমের হার্মাদরা সন্ত্রাস করত বলেও দাবি করেছেন অভিষেক ৷
এ দিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের সরব হন ৷ রাজ্য় থেকে এক কোটি চিঠি নিয়ে তিনি ফের নয়াদিল্লিতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷ বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি ৷ ধর্মের ভিত্তিতে ভোট হলে অশান্তি ছড়ায় বলে দাবি করেছেন অভিষেক ৷ তাই তাঁর বক্তব্য, আগামিদিনে মানুষ বাংলার অধিকারের জন্য ভোট দেবেন ৷
আরও পড়ুন: ধর্মের ভিত্তিতে নয় বাংলার অধিকারের দাবিতে ভোট হবে, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের