কোতুলপুর, 16 নভেম্বর : যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । বাকুড়ার কোতুলপুর থানার পাটপুর এলাকার ঘটনা । অভিযুক্তের নাম বাবলু আশ । আড়াই বছর আগে বাবলু আশের সঙ্গে ওন্দা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা পরমার বিয়ে হয় । পরমার দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে । মৃতার পরিবারের তরফে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের ।
পরমার বাবার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন । গতকাল সকালে পরমার বাবা শ্রীকান্ত দে-কে বাবলু ফোন করে জানায় তাঁর মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে । পরমার বাবা কাজের সূত্রে হাওড়ায় থাকেন । পরে আত্মীয়দের কাছ থেকে পরমার বাবা জানতে পারেন আগুনে পরমার শরীরের 95 শতাংশ পুড়ে গেছে । তাঁকে প্রথমে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
গতকাল বিকেলে বিষ্ণুপুর হাসপাতালে মৃত্যু হয় পরমার । রাত্রে শ্রীকান্তবাবু কোতুলপুর থানায় পরমার স্বামী বাবলু আশ ও শাশুড়ি ঝর্ণা আশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মৃতদেহটির ময়নাতদন্ত করা হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে । কোতুলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তরা পলাতক।