ETV Bharat / state

যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ,পলাতক স্বামী ও শাশুড়ি - বাঁকুড়ার কোতুলপুরে যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । বাঁকুড়ার কোতুলপুর থানার পাটপুর এলাকার ঘটনা । কোতুলপুর থানায় অভিযোগ দায়ের ।

যুবতীর ছবি...
author img

By

Published : Nov 16, 2019, 5:14 PM IST

কোতুলপুর, 16 নভেম্বর : যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । বাকুড়ার কোতুলপুর থানার পাটপুর এলাকার ঘটনা । অভিযুক্তের নাম বাবলু আশ । আড়াই বছর আগে বাবলু আশের সঙ্গে ওন্দা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা পরমার বিয়ে হয় । পরমার দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে । মৃতার পরিবারের তরফে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের ।

পরমার বাবার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন । গতকাল সকালে পরমার বাবা শ্রীকান্ত দে-কে বাবলু ফোন করে জানায় তাঁর মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে । পরমার বাবা কাজের সূত্রে হাওড়ায় থাকেন । পরে আত্মীয়দের কাছ থেকে পরমার বাবা জানতে পারেন আগুনে পরমার শরীরের 95 শতাংশ পুড়ে গেছে । তাঁকে প্রথমে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

গতকাল বিকেলে বিষ্ণুপুর হাসপাতালে মৃত্যু হয় পরমার । রাত্রে শ্রীকান্তবাবু কোতুলপুর থানায় পরমার স্বামী বাবলু আশ ও শাশুড়ি ঝর্ণা আশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মৃতদেহটির ময়নাতদন্ত করা হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে । কোতুলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তরা পলাতক।

কোতুলপুর, 16 নভেম্বর : যুবতীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে । বাকুড়ার কোতুলপুর থানার পাটপুর এলাকার ঘটনা । অভিযুক্তের নাম বাবলু আশ । আড়াই বছর আগে বাবলু আশের সঙ্গে ওন্দা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা পরমার বিয়ে হয় । পরমার দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে । মৃতার পরিবারের তরফে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের ।

পরমার বাবার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন । গতকাল সকালে পরমার বাবা শ্রীকান্ত দে-কে বাবলু ফোন করে জানায় তাঁর মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে । পরমার বাবা কাজের সূত্রে হাওড়ায় থাকেন । পরে আত্মীয়দের কাছ থেকে পরমার বাবা জানতে পারেন আগুনে পরমার শরীরের 95 শতাংশ পুড়ে গেছে । তাঁকে প্রথমে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

গতকাল বিকেলে বিষ্ণুপুর হাসপাতালে মৃত্যু হয় পরমার । রাত্রে শ্রীকান্তবাবু কোতুলপুর থানায় পরমার স্বামী বাবলু আশ ও শাশুড়ি ঝর্ণা আশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । মৃতদেহটির ময়নাতদন্ত করা হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে । কোতুলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তরা পলাতক।

Intro:গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বাঁকুড়ার কোতুলপুরে।Body:কোতুলপুর থানার পাটপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাবলু আশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আড়াই বছর আগে বাবলু আশের সঙ্গে ওন্দা থানার গোপালপুর গ্রামের পরমার বিয়ে হয়। পরমার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পরমার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো তার শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে পরমার বাবাকে অভিযুক্ত বাবলু ফোন করে জানায় তার মেয়ে ইলেকট্রিক শক্ এ অসুস্থ খহয়েছে। পরমার বাবা কর্মসূত্রে হাওড়াতে থাকেন। তিনি লোক মারফত জানতে পারেন যে তার মেয়ে পরমার প্রায় 95 শতাংশ পুড়ে গেছে। ঘটনার পর এলাকার মানুষ তড়িঘড়ি পরমাকে কোতুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। গতকাল বিকেলে মৃত্যু হয় পরমার। রাত্রিতে পরমার বাবা শ্রীকান্ত দে কোতুলপুর থানাতে পরমার স্বামী বাবলু আশ ও পরমার শাশুড়ি ঝর্ণা আশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আজ মৃতদেহটির ময়নাতদন্ত করা হয় বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে। কোতুলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে অভিযুক্তরা পলাতক।Conclusion:বাইট:শ্রীকান্ত দে, মৃতার বাবা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.