রানিবাঁধ, 16 মার্চ : একদিকে যখন গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক, তার মধ্যে জঙ্গলমহলের একটি গোটা গ্রাম জন্ডিসে আক্রান্ত হয়েছে । বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ার ব্লক রানিবাঁধের নতুনডিহি ও পূর্ণাপানি গ্রামে জন্ডিসের প্রকোপ শুরু হয়েছে ৷
গ্রামের এক কিশোরী জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছে বলেও দাবি গ্রামবাসীদের । এই গ্রামগুলি মূলত সংখ্যালঘু অধ্যুষিত । 150-র বেশি সংখ্যালঘু পরিবারের বসবাস এখানে । গ্রামগুলিতে প্রায় 75 শতাংশ মানুষ জনডিসে আক্রান্ত । ইতিমধ্যেই বেশ কয়েকজন রানিবাঁধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি । খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি ৷ তিনি স্বীকার করেন, জন্ডিসের প্রাদুর্ভাবের কথা ।
গতকাল বিকেলে বাঁকুড়া থেকে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল এই গ্রামে যায় এবং এখানে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করে । স্থানীয় মানুষজনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করার জন্য । পাশাপাশি, পানীয় জল থেকেই জন্ডিস গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ । গ্রাম থেকে জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ এই পরীক্ষার রিপোর্ট আজ আসার সম্ভাবনা রয়েছে ।
গতাকাল গ্রামের বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হয় । এলাকার মানুষজনকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । গ্রামের মানুষ জন্ডিসে আক্রান্ত হলেও এর কারণে মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷