বাঁকুড়া, 22 সেপ্টেম্বর : বাঁকুড়ার কমলাডাঙায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাঁকুড়া সদর মহিলা থানার পুলিশ । আরও এক অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
শুক্রবার ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার বিকনার কমলাডাঙায় । সেদিন সন্ধ্যায় পুলিশে অভিযোগ দায়ের করে নির্যাতিতার স্বামী । অভিযোগের ভিত্তিতে রাতে উৎপল ঘোষ ও প্রদীপ ঘোষ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে বাঁকুড়া মহিলা থানার পুলিশ । এরপর গতকাল ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 8 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।
নির্যাতিতার স্বামী বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা । অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বিকনা এলাকার 60 নম্বর জাতীয় সড়কের কাছে একটি জঙ্গল এলাকা থেকে নির্যাতিতাকে উদ্ধার করেন তিনি । নির্যাতিতার স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে । নির্যাতিতা বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । করা হয়েছে মেডিকেল পরীক্ষাও ।