ETV Bharat / state

বাঁকুড়ায় কোরোনায় আক্রান্ত আরও 3 পুলিশকর্মী - Covid positive cases in bankura

বাঁকুড়ায় একের পর এক পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হচ্ছেন । ওন্দা কোভিড হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ।

3 Police personnel tested covid positive in bankura
author img

By

Published : Jul 28, 2020, 3:18 AM IST

বড়জোড়া, 27 জুলাই : কোরোনার থাবা বাঁকুড়া জেলা পুলিশ লাইন এবং সদর থানায় । বাঁকুড়া সদর থানার তিন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে দু'জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছেন ।

আক্রান্তদের ওন্দা কোভিড হাসপাতলে ভরতি করা হয়েছে । ইতিমধ্যেই জেলার পুলিশ লাইন এলাকায় 4 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ।

বাঁকুড়া পৌরসভার বিদায়ী পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, “বাঁকুড়া শহরে এখনও পর্যন্ত 28 জন সংক্রমিত হয়েছেন । তাঁদের মধ্যে সাতজন পুলিশ কর্মী রয়েছেন ।”

রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 13 নম্বর ব্যাটেলিয়নে গতকাল ফের নতুন করে 10 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে । জেলায় এখন প্রায় 60 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

বড়জোড়া, 27 জুলাই : কোরোনার থাবা বাঁকুড়া জেলা পুলিশ লাইন এবং সদর থানায় । বাঁকুড়া সদর থানার তিন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তদের মধ্যে দু'জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছেন ।

আক্রান্তদের ওন্দা কোভিড হাসপাতলে ভরতি করা হয়েছে । ইতিমধ্যেই জেলার পুলিশ লাইন এলাকায় 4 জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ।

বাঁকুড়া পৌরসভার বিদায়ী পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, “বাঁকুড়া শহরে এখনও পর্যন্ত 28 জন সংক্রমিত হয়েছেন । তাঁদের মধ্যে সাতজন পুলিশ কর্মী রয়েছেন ।”

রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 13 নম্বর ব্যাটেলিয়নে গতকাল ফের নতুন করে 10 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে । জেলায় এখন প্রায় 60 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.