ETV Bharat / state

বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত 3 - কালী সেন

প্রাইভেট গাড়িটি ওন্দা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছি । আচমকা একটি বাইক উলটোদিক থেকে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি ।

Bankura
বাঁকুড়া
author img

By

Published : Dec 6, 2020, 9:02 PM IST

ওন্দা, 6 ডিসেম্বর : বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত তিন । ওন্দা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা । দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন ।

বাঁকুড়ার ওন্দা থানার কালী সেন-এর কাছে 60 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেলে ওন্দা স্টেশন রোড থেকে একটি প্রাইভেট গাড়িতে করে সাতজন দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন । কালী সেন-এর কাছে উলটোদিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে । ঘটনাস্থানেই মারা যান গাড়ির চালক পান্না মাল (35), জ্যোৎস্না গড়াই (60), মৌসুমী গড়াই (35) ।

আরও পড়ুন : বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী

গাড়ির আরও তিনজন গুরুতর আহত হন । আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ওন্দা, 6 ডিসেম্বর : বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত তিন । ওন্দা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা । দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন ।

বাঁকুড়ার ওন্দা থানার কালী সেন-এর কাছে 60 নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেলে ওন্দা স্টেশন রোড থেকে একটি প্রাইভেট গাড়িতে করে সাতজন দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন । কালী সেন-এর কাছে উলটোদিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে । ঘটনাস্থানেই মারা যান গাড়ির চালক পান্না মাল (35), জ্যোৎস্না গড়াই (60), মৌসুমী গড়াই (35) ।

আরও পড়ুন : বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী

গাড়ির আরও তিনজন গুরুতর আহত হন । আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.