ETV Bharat / state

Bankura Children Death: খেলতে খেলতে আচমকাই ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত 3 শিশু - 3 Children Died

হঠাৎই ভেঙে পড়ল মাটির দেওয়াল ৷ নীচে চাপা পড়ে যায় তিন শিশু। তারা তখন সেখানে খেলছিল ৷ শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি ৷

চাপা পড়ে মৃত 3 শিশু
Bankura Child Death
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 11:31 AM IST

Updated : Sep 30, 2023, 2:28 PM IST

মর্মান্তিক ঘটনার সাক্ষী বাঁকুড়া

বাঁকুড়া, 30 সেপ্টেম্বর: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাকাদা বোড়ামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া। কিন্তু একটা বাড়ি যে এভাবে ভেঙে পড়তে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি প্রতিবেশীরা। যে শিশুগুলিকে মারা গিয়েছে তাঁদের বয়স তিন, চার ও পাঁচ ৷

পরিবারের সদস্যদের দাবি, এই তিন শিশু দেওয়ালের পাশে খেলা করছিল। সে সময় ওই মাটির দেওয়ালটি ভেঙে পড়ে ৷ তাতে তারা চাপা পড়ে যায় ৷ এরপর তড়িঘড়ি পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ওই তিন শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কী কারণে এই বিপত্তি ঘটলতার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এমন একটি অনভিপ্রেত ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মৃতদের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে জনপ্রতিনিধিরা যাচ্ছেন।

বিষ্ণুপুরের বাঁকাদহ সংলগ্ন এই সব গ্রামে বেশিরভাগ মানুষের বাড়ি মাটির। গতকাল রাত থেকে বৃষ্টির জেরে অনেকটাই নড়বড় হয়ে পড়েছে দেওয়ালগুলি। পরিবারের সদস্যদের দাবি, এই তিন শিশু দেওয়ালের পাশে খেলা করছিল তখনই হঠাৎ একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই তিন শিশুর গায়ের ওপর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরো বাড়ি ভেঙে পড়েনি শুধুমাত্র একটি মাটির দেওয়ালই ভেঙে পড়েছে। গ্রামের ইতিমধ্যেই প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে পৌঁছেছে।

সন্তান হারানোর পর থেকেই বারে বারে মূর্চ্ছা যাচ্ছেন তাঁদের বাবা, মা। কথা বলার অবস্থায় নেই পরিবারের অন্যরাও। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এরা প্রত্যেকে একই পরিবারের সন্তান। রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়ালে ধস নামে বলেই জানান পরিবারের লোকজন। সাতসকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে কান্নার রোল। তিন খুদের প্রাণহানি যেন মানতে পারছেন না কেউ।

আরও পড়ুন: সম্মানরক্ষার্থে মেয়েকে জ্বালিয়ে দিল পরিবার, গ্রেফতার মা ও ভাই

মর্মান্তিক ঘটনার সাক্ষী বাঁকুড়া

বাঁকুড়া, 30 সেপ্টেম্বর: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা ৷ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাকাদা বোড়ামারা গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া। কিন্তু একটা বাড়ি যে এভাবে ভেঙে পড়তে পারে, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি প্রতিবেশীরা। যে শিশুগুলিকে মারা গিয়েছে তাঁদের বয়স তিন, চার ও পাঁচ ৷

পরিবারের সদস্যদের দাবি, এই তিন শিশু দেওয়ালের পাশে খেলা করছিল। সে সময় ওই মাটির দেওয়ালটি ভেঙে পড়ে ৷ তাতে তারা চাপা পড়ে যায় ৷ এরপর তড়িঘড়ি পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ওই তিন শিশুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ কী কারণে এই বিপত্তি ঘটলতার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। এমন একটি অনভিপ্রেত ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মৃতদের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে জনপ্রতিনিধিরা যাচ্ছেন।

বিষ্ণুপুরের বাঁকাদহ সংলগ্ন এই সব গ্রামে বেশিরভাগ মানুষের বাড়ি মাটির। গতকাল রাত থেকে বৃষ্টির জেরে অনেকটাই নড়বড় হয়ে পড়েছে দেওয়ালগুলি। পরিবারের সদস্যদের দাবি, এই তিন শিশু দেওয়ালের পাশে খেলা করছিল তখনই হঠাৎ একটি মাটির দেওয়াল ভেঙে পড়ে ওই তিন শিশুর গায়ের ওপর। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরো বাড়ি ভেঙে পড়েনি শুধুমাত্র একটি মাটির দেওয়ালই ভেঙে পড়েছে। গ্রামের ইতিমধ্যেই প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে পৌঁছেছে।

সন্তান হারানোর পর থেকেই বারে বারে মূর্চ্ছা যাচ্ছেন তাঁদের বাবা, মা। কথা বলার অবস্থায় নেই পরিবারের অন্যরাও। তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এরা প্রত্যেকে একই পরিবারের সন্তান। রাতভর বৃষ্টির জেরে মাটির দেওয়ালে ধস নামে বলেই জানান পরিবারের লোকজন। সাতসকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে কান্নার রোল। তিন খুদের প্রাণহানি যেন মানতে পারছেন না কেউ।

আরও পড়ুন: সম্মানরক্ষার্থে মেয়েকে জ্বালিয়ে দিল পরিবার, গ্রেফতার মা ও ভাই

Last Updated : Sep 30, 2023, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.