ETV Bharat / state

বাঁকুড়ার কোতুলপুরে 19টি মোটরবাইক উদ্ধার, গ্রেপ্তার তিন জন - কোতুলপুর থানার রামডিহা এলাকায় উদ্ধার 20টি বাইক

কোতুলপুর থানার রামডিহা এলাকায় পুলিশের নাকা চেকিং করার সময় দিন কয়েক আগে একটি নাম্বার প্লেট বিহীন মোটর বাইককে আটক করে পুলিশ । বাইক আরোহী সানোয়ার মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় পুলিশের । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দু'জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে এ পর্যন্ত মোট 19 টি মোটরবাইক উদ্ধার করেছে কোতুলপুর থানার পুলিশ ।

bankura news
bankura news
author img

By

Published : Sep 15, 2020, 10:48 PM IST

কোতুলপুর, 15 সেপ্টেম্বর : পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে নাম্বার প্লেট বিহীন এক মোটর বাইক । আরোহীকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্য়কর তথ্য । উদ্ধার হয় আরও 19টি বাইক । গ্রেপ্তার হয় আরও দুজন । ওই বাইকগুলির মালিকদের হাতে ফেরৎ দেওয়ার ব্যবস্থা করছে পাশাপাশি বিষয়টি তদন্ত করছে কোতুলপুর থানার পুলিশ ।

কোতুলপুর থানার রামডিহা এলাকায় পুলিশের নাকা চেকিং করার সময় দিন কয়েক আগে একটি নাম্বার প্লেট বিহীন মোটর বাইককে আটক করে পুলিশ । বাইক আরোহী সানোয়ার মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় পুলিশের । এরপর তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । জানা যায়, তাঁর ব্যবহারের বাইকটি আসলে চুরির বাইক । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দু'জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে এ পর্যন্ত মোট 19 টি মোটরবাইক উদ্ধার করেছে কোতুলপুর থানার পুলিশ ।

এই মোটরবাইকগুলি মূলত পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, আলিপুরদুয়ার এবং অন্ধ্রপ্রদেশ থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । মোটর বাইকের ইঞ্জিন নাম্বার দেখে তাঁর থেকে মালিকদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং উপযুক্ত তথ্য দিয়ে তাঁরা তাঁদের মোটরবাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন বলেও জানানো হয়েছে জেলা পুলিশের তরফে ।

কোতুলপুর, 15 সেপ্টেম্বর : পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে নাম্বার প্লেট বিহীন এক মোটর বাইক । আরোহীকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্য়কর তথ্য । উদ্ধার হয় আরও 19টি বাইক । গ্রেপ্তার হয় আরও দুজন । ওই বাইকগুলির মালিকদের হাতে ফেরৎ দেওয়ার ব্যবস্থা করছে পাশাপাশি বিষয়টি তদন্ত করছে কোতুলপুর থানার পুলিশ ।

কোতুলপুর থানার রামডিহা এলাকায় পুলিশের নাকা চেকিং করার সময় দিন কয়েক আগে একটি নাম্বার প্লেট বিহীন মোটর বাইককে আটক করে পুলিশ । বাইক আরোহী সানোয়ার মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় পুলিশের । এরপর তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । জানা যায়, তাঁর ব্যবহারের বাইকটি আসলে চুরির বাইক । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও দু'জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে এ পর্যন্ত মোট 19 টি মোটরবাইক উদ্ধার করেছে কোতুলপুর থানার পুলিশ ।

এই মোটরবাইকগুলি মূলত পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, আলিপুরদুয়ার এবং অন্ধ্রপ্রদেশ থেকে চুরি করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । মোটর বাইকের ইঞ্জিন নাম্বার দেখে তাঁর থেকে মালিকদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং উপযুক্ত তথ্য দিয়ে তাঁরা তাঁদের মোটরবাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন বলেও জানানো হয়েছে জেলা পুলিশের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.