ETV Bharat / state

বাঁকুড়ার পাত্রসায়েরে 16 জনকে পাঠানো হল কোয়ারানটিনে - corona outbreak

পাত্রসায়েরে কোরোনা সংক্রমিত কিশোরের সংস্পর্শে আসা 16 জনকে কোয়ারানটিনে পাঠানো হল ।

16 people are quarantined in patrasayer, bankura
বাঁকুড়ার পাত্রসায়েরে 16 জনকে পাঠানো হল কোয়ারানটিনে
author img

By

Published : May 23, 2020, 5:42 PM IST

পাত্রসায়ের, 23 মে : পাত্রসায়েরে কোরোনা সংক্রমিত কিশোরের সংস্পর্শে আসা 16 জনকে কোয়ারানটিনে পাঠানো হল । আজ বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কোয়ারানটিনে পাঠানো হয় ৷

জানা গেছে, কলকাতা থেকে আসা এক কিশোরের গতকাল কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । ওই কিশোর 11 মে কলকাতা থেকে পাত্রসায়ের আসে তার মামার বাড়িতে । সেদিনই তার সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য । গতকাল সেই রিপোর্ট আসে । রিপোর্টে ওই কিশোরের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপর গতকাল রাতেই তাকে দুর্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয় । অন্যদিকে, গতকাল রাতেই এলাকাটি সিল করে দেয় পুলিশ ।

আজ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি দল এলাকায় যায় ৷ সেখানে তার মামার বাড়ির 6 জন ও তার সংস্পর্শে আসা অন্য আরও 10 জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । জানা গেছে, তাদেরকে বালসিতে একটি সরকারি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । আজ সকাল থেকেই পাত্রসায়ের এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে , এলাকাও থমথমে । যদিও জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে ,আতঙ্কের কোনও কারণ নেই ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

পাত্রসায়ের, 23 মে : পাত্রসায়েরে কোরোনা সংক্রমিত কিশোরের সংস্পর্শে আসা 16 জনকে কোয়ারানটিনে পাঠানো হল । আজ বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কোয়ারানটিনে পাঠানো হয় ৷

জানা গেছে, কলকাতা থেকে আসা এক কিশোরের গতকাল কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । ওই কিশোর 11 মে কলকাতা থেকে পাত্রসায়ের আসে তার মামার বাড়িতে । সেদিনই তার সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য । গতকাল সেই রিপোর্ট আসে । রিপোর্টে ওই কিশোরের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপর গতকাল রাতেই তাকে দুর্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হয় । অন্যদিকে, গতকাল রাতেই এলাকাটি সিল করে দেয় পুলিশ ।

আজ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি দল এলাকায় যায় ৷ সেখানে তার মামার বাড়ির 6 জন ও তার সংস্পর্শে আসা অন্য আরও 10 জনকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । জানা গেছে, তাদেরকে বালসিতে একটি সরকারি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । আজ সকাল থেকেই পাত্রসায়ের এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে , এলাকাও থমথমে । যদিও জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে ,আতঙ্কের কোনও কারণ নেই ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.