বাঁকুড়া, 3 জুন : যাত্রী বোঝাই বাস উল্টে (Bus Accident) মৃত এক শিশু ৷ সহ আহত একাধিক যাত্রী (Bus Accident)। ঘটনাটি কোতুলপুর থানার অন্তর্গত চাতরা মোড়ে রামডিহা রোডের কুন্তলবাজার সংলগ্ন রাস্তার ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল বাসের সামনা সামনি চলে আসে ড্রাইভার তৎক্ষণাৎ যাত্রীবোঝাই বাসটিকে সাইড করতে গেলে, পাশের কৃষি জমিতে পাল্টি খেয়ে যায় । বাসের মধ্যে থাকা সরস্বতী মণ্ডল নামের 10 বছরের এক শিশুর মাথা থেঁতলে মৃত্যু হয় । সূত্র মারফৎ জানা যায়, সরস্বতী নামে মৃত ওই শিশুর বাড়ি বিষ্ণুপুরের রাধানগরে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে সরস্বতী-সহ তার পরিবারের সদস্যরা শিহরে এলাকায় গিয়েছিল । বাড়ি ফেরার সময়ই এই দুর্ঘটনা ঘটে ।
আরও পড়ুন : তিন মাসের মধ্যে বেসরকারি বাস-মিনিবাসের কাগজের নবীকরণ হলে তবেই মিলবে সিএফ-এ ছাড়
কোতুলপুর থানার তৎপরতায় আহত সকল ব্যক্তিদের গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে বিএমএইচও অরুণ দাস দ্রুত চিকিৎসা শুরু করেন । তার মধ্যে কিছু ব্যক্তির শারীরিক অবস্থার অবনতির জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । আহত ব্যক্তিদেরকে দেখতে পরিদর্শনে এলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত ।