ETV Bharat / state

বাঁকুড়ায় বাস থেকে উদ্ধার বোমা, গ্রেপ্তার ১ - তাজা বোমা

বাঁকুড়ায় বাস থেকে উদ্ধার দশটি তাজা বোমা। নাকা চেকিং-এর সময় পুলিশ বোমাগুলি উদ্ধার করে।

তাজা বোমা উদ্ধার
author img

By

Published : Mar 20, 2019, 3:41 AM IST

বাঁকুড়া, ২০ মার্চ : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই একের পর একবিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে বাঁকুড়াতে। এবার উদ্ধার হল দশটি তাজা বোমা। গতরাতে হুগলি-বাঁকুড়া সীমান্তে আকুরগেড়িয়া চেকপোষ্টে নাকা চেকিংয়ের সময় কোতুলপুর থানার পুলিশ একটি বাস থেকে উদ্ধার করে বোমা ভরতি ব্যাগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী সমস্ত বাসে তল্লাশি চালায়। সেই সময় একটি বাসে ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে দশটি তাজা বোমা। বাসে তল্লাশির সময় এক ব্যক্তি ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী। বাড়ি বিষ্ণুপুরের বোলতলায়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

বাঁকুড়া, ২০ মার্চ : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই একের পর একবিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে বাঁকুড়াতে। এবার উদ্ধার হল দশটি তাজা বোমা। গতরাতে হুগলি-বাঁকুড়া সীমান্তে আকুরগেড়িয়া চেকপোষ্টে নাকা চেকিংয়ের সময় কোতুলপুর থানার পুলিশ একটি বাস থেকে উদ্ধার করে বোমা ভরতি ব্যাগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী সমস্ত বাসে তল্লাশি চালায়। সেই সময় একটি বাসে ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে দশটি তাজা বোমা। বাসে তল্লাশির সময় এক ব্যক্তি ছুটে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী। বাড়ি বিষ্ণুপুরের বোলতলায়। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।

Intro:গোপন সূত্রে খবর পেয়ে বেআইনী অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি মঙ্গলবার রাতে হুগলি-বাঁকুড়া সীমান্তে আকুরগেড়িয়া চেকপোষ্ট এলাকারBody:লোকসভা ভোট ঘোষণার পর থেকেই একের পর
বিস্ফোরণক উদ্ধারের ঘটনা ঘটে চলেছে বাঁকুড়াতে। আজ সেই ঘটনার নতুন সংযোজন হল ফের। তবে এবার বিস্ফোরক নয়, এবার উদ্ধার হল দশ দশটি তাজা বোমা এবং তাও আবার যাত্রীবাহী বাস থেকে।
নাকা চেকিং চলাকালীন মঙ্গলবার রাত ন'টা নাগাদ কোতুলপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থেকে বিষ্ণুপুর গ্রামী যে সমস্ত বাসগুলি চলছে তাতে তল্লাশি চালায় এবং ওই তল্লাশি চলা কালীন একটি বাসের মধ্যে এক দুষ্কৃতীকে একটি ব্যাগের মধ্যে দশটি ক্রুড বোমা সহ হাতেনাতে ধরে ফেলে। পুলিশের তল্লাশি চলাকালীন ওই দুষ্কৃতী প্রাণে বাঁচার ভয় ছুটে পালাতে চেষ্টা করলেও পুলিশের হাতে সে ধরা পড়ে যায়।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম ঘনশ্যাম চক্রবর্তী। বাড়ি বিষ্ণুপুরের বোল তলায়। এদিন রাতেই কোতুলপুর থানার পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে।Conclusion:ধৃত ব্যাক্তিকে বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.